একাদশে থাকছেন তো সাকিব?

ছবি:

আজ থেকে শুরু হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের আইপিএল মিশন। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ বেন স্টোকস-জশ বাটলারদের শক্তিশালী রাজস্থান রয়্যালস।
বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হওয়া এই ম্যাচে জয় দিয়েই আইপিএল মিশন শুরু করতে চায় হায়দ্রাবাদ। যেকারণে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তারা।
বিগত কয়েক আসরে দলের রান মেশিন ছিলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু নিষেধাজ্ঞার কারণে এবারের আইপিএলে তিনি খেলতে না পারায় হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের দায়িত্ব সামাল দিতে হচ্ছে কেন উইলিয়ামসন-শিখর ধাওয়ানদের।
এই দুজন অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি ওপেনিংয়ে ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলস এবং মিডেল অর্ডারে মানিশ পান্ডের মতো ক্রিকেটাররা আছেন।

এছাড়া কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে যোগ দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই তার উপরে দায়িত্ব থাকবে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগ সামাল দেয়ার।
পাশাপাশি বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউলের পাশাপাশি আফগান লেগ স্পিনার রশিদ খানও আছেন হায়দ্রাবাদের বোলিং লাইন আপের শক্তি বাড়ানোর জন্য।
হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃ অ্যালেক্স হেলস, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, রিদ্ধিমমান সাহা (উইকেট রক্ষক), রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হেনরিচ ক্লাসেন, বেন স্টোকস, জন বাটলার, স্টুয়ার্ট বিনি, অঙ্কিত শর্মা, জফরা আর্চার, ধাওয়াল কুলকার্নি, জয়দেব উনান্দকাট