নতুন ঠিকানায় ডেল স্টেইন

promotional_ad

ডেল স্টেইন, দক্ষিণ আফ্রিকার প্রিমিয়াম ফাস্ট বোলার ২০১৮ সালের কাউন্টি মৌসুমে হ্যাম্পশায়ারের হয়ে খেলবেন। ইনজুরির কারনে ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে না পারলেও কাউন্টি মৌসুমে খেলার ব্যাপারে আশাবাদী স্টেইন।


হ্যাম্পশায়ারের হয়ে কাউন্টি মৌসুমের শুরুতে ওয়ানডে টুর্নামেন্ট এবং শেষের দিকে কাউন্টি চ্যাম্পিয়ন খেলবেন তিনি। এরপর জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা দলের শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাইবেন স্টেইন।


promotional_ad

২০১৬ সালের ডিসেম্বরের পর থেকে মাত্র একটি টেস্ট খেলা স্টেইন দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন বিধায় দেশের হয়ে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। তবে সম্প্রতি একের পর এক ইনজুরি স্টেইনের ক্যারিয়ারের বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। 


২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে স্টেইনের অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত ৮৬ টেস্ট খেলে ৪১৯ উইকেট শিকার করেছেন এই প্রোটিয়া ফাস্ট বোলার। ক্যারিয়ার জুড়ে ২২ গড়ে উইকেট শিকার করা স্টেইন ২৬ বার পাঁচ উইকেট নিয়েছেন। 


দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের হয়েও বেশ সফল এই ডানহাতি ফাস্ট বোলার। ২৪ এর চেয়েও কম গড়ে ২৩৮ উইকেট শিকার করেছেন ডেল স্টেইন। এছাড়া ২০১৩ সালের দিকে উইসডেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জয় করেছেন স্টেইন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball