দুঃসংবাদ দিলেন কাগিসো রাবাদা

ছবি:

নাম্বার ওয়ান টেস্ট বোলার কাগিসো রাবাদাকে আসন্ন আইপিএল মৌসুমে পাচ্ছে না দিল্লি ডেয়ারডেভিলস। দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহান্সবার্গ টেস্টে পিঠের ইনজুরিতে পড়েছেন।
যার কারনে দিল্লির হয়ে আইপিএলে খেলা হচ্ছে না রাবাদার। ইনজুরি থেকে ফিরতে তিন মাস অপেক্ষা করতে হবে তাকে। আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিল রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে রাবাদাকে দলে রাখতে ৪.২ কোটি ভারতীয় রুপি খরচা করেছিল।

কিন্তু ইনজুরির কারনে এবার দিল্লির হয়ে মাঠেই নামা হবে না ২২ বছর বয়সী এই তরুন সম্ভাবনাময় ফাস্ট বোলারের। একই সাথে জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফরে খেলা নিয়েও থাকছে শঙ্কা।
শ্রীলঙ্কা সফরের জন্য রাবাদাকে প্রস্তুত করতে দীর্ঘ সময়ের জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই টেস্ট সিরিজে প্রোটিয়াদের সেরা বোলার ছিলেন রাবাদা।
ভারতের বিপক্ষে তিনটি ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন চারটি টেস্ট। টানা ক্রিকেটের ধকলের কারনেই পিঠের নিচের অংশে বড় ধরনের ইনজুরির মুখে পড়তে হয়েছে কাগিসো রাবাদাকে।