তামিমের সেরে ওঠার উপায় বাতলে দিলেন দেবাশীষ

ছবি:

নিদাহাস ট্রফির খেলা শেষে টাইগার ওপেনার তামিম ইকবাল পিএসএলের এলিমিনেটরে খেলতে পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন। সেখানে এক ম্যাচ খেলেই হাঁটুর চোটে পড়েন এই বাঁহাতি ওপেনার।
তামিমের এই হাঁটুর ব্যাথাটা বেশ পুরনো। তবে এই ব্যাথার জন্য কোনো ইনজেকশন, অস্ত্রপচার কিংবা ওষুধের প্রয়োজন নেই। পর্যাপ্ত বিশ্রামেই এই টাইগার ওপেনার সেড়ে উঠবেন বলে বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর।
দেবাশীষ জানিয়েছেন, ‘প্রথমত ওকে বিশ্রাম দিয়ে দেব।যেন ক্ষতটার পরিচর্যা হয়। শরীর যেন নিজেকে সাহায্য করতে পারে। আমাদের কাজ হচ্ছে শরীরকে সাহায্য করা। আমরা কোনো ইন্টারভেনশনে যাচ্ছি না।কোনো ইনজেকশন, কোন ওষুধ দিচ্ছি না। শুধু প্রাকৃতিক ভাবে বডি হিল করবে। আমরা ব্যথা কমানোর জন্য ফিজিওথেরাপি দেব।’

চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘কনজারভেটিব’ প্রক্রিয়া বলে। যেহেতু ব্যথার মাত্রা কম এবং খেলার কোনো তাড়া নেই, ফলে এই প্রক্রিয়াতেই এগুনোর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই প্রসঙ্গে দেবাশীষ বলেছেন, ‘ছোট ছোট কয়েকটা অঘাত আছে। কোনটাই তেমন বড় আঘাত নয়, যে এই মুহূর্তে আমাদের বড় সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আঘাতের মাত্রাটা কম সেহেতু আমাদের সিদ্ধান্ত হচ্ছে কনজারভেটিব ওয়েতে আগানো। আমরা যদি এরকম ৪-৬ সপ্তাহ করতে পারি ও ব্যথামুক্ত হয়ে যাবে।’
উল্লেখ্য, সদ্য সমাপ্ত পিএসএলের এলিমিনেটর ম্যাচে হাঁটুতে ব্যথা অনুভব করেন তামিম। তারপর দ্রুতই তাকে ব্যাংককে পাঠানো হয়। তারপর তার হাঁটুতে স্ক্যানের নির্দেশ দেন চিকিৎসক। স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসক জানিয়েছেন এই টাইগার ওপেনারকে মাঠের বাইরে থাকতে হবে আগামী ৪-৬ সপ্তাহ।