মুম্বাই যাচ্ছেন মুস্তাফিজ

ছবি:

টাইগার পেসার মুস্তাফিজুর রহমান আইপিলের গত দুই আসরে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। এবারের আসরে তিনি মাঠ মাতাবেন আইপিলের ৩ বারের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
আইপিএলের এবারের আসরে খেলতে শনিবার ভারতের বিমান ধরেছেন মুস্তাফিজ। আগামী ৭ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স।

সেই ম্যাচেই খেলতে দেখা যেতে পারে এই টাইগার পেসারকে। নিদাহাস ট্রফির ফাইনাল শেষে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন মুস্তাফিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে তার দল।
মুম্বাই ইন্ডিয়ান্স দল: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরা, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান, কিয়েরন পোলার্ড, প্যাট কামিন্স, এভিন লুইস, সূর্যকুমার যাদব, বেন কাটিং, মুস্তাফিজুর রহমান, রাহুল চাহার, প্রদিপ সাংওয়ান, জেসন বেহরেনডোর্ফ, জেপি ডুমিনি, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, আকিলা ধনঞ্জয়া, নিধিশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দিনেশ, মায়াংক মারকান্দে, শরদ লুম্বা, অনুকুল রয়, মহসিন খান।