ওয়ার্নারের বদলির নাম জানাল হায়দ্রাবাদ

ছবি:

বল টেম্পারিংয়ের দায়ে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। আর নিষিদ্ধতার কারণে আসন্ন আইপিএল মৌসুমেও খেলতে পারবেন না এই বাঁহাতি ব্যাটসম্যান।
তাই তার বদলি ক্রিকেটারের খোঁজে নেমেছিল তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। অস্ট্রেলিয়ার এই ওপেনারের বদলি হিসেবে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা হেলসকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে হায়দ্রাবাদ। সেখানে তার অন্তর্ভুক্ত হওয়ার কথা জানিয়ে বলা হয়েছে, হার্ড হিটিং ইংলিশ ওপেনার যোগ দিয়েছেন অরেঞ্জ আর্মিতে।

এদিকে ওয়ার্নারের পরিবর্তে আসন্ন আইপিএল মৌসুমে হায়দ্রাবাদকে নেতৃত্ব দিবেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডঃ
ভারতীয়: শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, রিকি ভুই, দীপক হুদা, সিদ্ধার্থ কল, টি নটরাজান, বাসিল থাম্পি, খলিল আহমেন. সন্দীপ শর্মা শচীন বেবি, তন্ময় আগরিওয়াল, শ্রীভেটস গোস্বামী, বিপুল শর্মা, মেহেদি হাসান।
বিদেশী: অ্যালেক্স হেলস, রশিদ খান, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাথওয়েট, মো. নবী, ত্রিস জর্ডান, বিলি স্টারলেক।