promotional_ad

প্রস্তুতি ম্যাচে রিয়াদদের হারালো সাকিব বাহিনী

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে আগামী সোমবার ঢাকা ছাড়বেন বাংলাদেশ দলের টেস্ট ও টি২০ দলপতি সাকিব আল হাসান। এর আগে বৃহস্পতিবার মাহমুদুল্লাহ রিয়াদের সবুজ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।


এই ম্যাচে বল হাতে চমক দেখালেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। তবে বিসিবি সবুজ দলের বিপক্ষে সাকিবের লাল দল ৬ উইকেটের বড় জয় পেয়েছে। আগে ব্যাট করে বড় পুঁজি গড়তে পারেনি মাহমুদুল্লাহ রিয়াদের সবুজ দল।


তাদের ইনিংস থেমেছে মাত্র ৯৬ রানে। দলীয় ১৮ রানের মধ্যেই টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে মাহমুদুল্লাহরা। এরপর আর এই বিপর্যয় থেকে বের হয়ে আসতে পারেননি তারা।


৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ১টি ‍উইকেট নিয়েছেন লাল দলের অধিনায়ক সাকিব। তারপর ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে ওপেনিংয়েই মাঠে নামেন সাকিব। দেলোয়ারের প্রথম দুই বলেই দুই বাউন্ডারি হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন এই অলরাউন্ডার।



promotional_ad

এরপর আরও একটি বাউন্ডারি হাঁকিছেন। তারপরই ক্যাচ দিয়ে আউট হলে সাকিবের ১১ বলের ইনিংস থামে ১৫ রানে। পরে অবশ্য দলের অন্য ব্যাটসম্যানরা দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।


এদিকে, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁহাতের আঙুলের ইনজুরিতে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর নিদাহাস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফিরেছেন সাকিব।


তবে, ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তার। এবারই প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠতে ব্যর্থ হয়েছে তার দল ঢাকা মোহামেডান। ডিপিএলে না খেলতে পারার আক্ষেপ নিয়েই আইপিএলের প্রস্তুতি সাড়লেন  সাকিব।


সাকিব-মাহমুদুল্লাহদের এই প্রস্তুতি ম্যাচের দর্শক ছিলেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তার পাশেই ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, ক্রিকেট অপারেসন্স চেয়ারম্যান আকরাম খান।



বিসিবি লাল দল: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, কাজী অনীক, মোহাম্মদ আজিম, রাইয়ান উদ্দিন, জনি তালুকদার, সাব্বির হোসেন।


বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি মারুফ, আল-আমিন, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশিস রায়, দেলওয়ার হোসেন, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সাঈদ সরকার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball