স্মিথ-ওয়ার্নারদের দৃষ্টান্তমূলক শাস্তিতে সন্তুষ্ট সুজন

ছবি:

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। আর বল টেম্পারিংয়ের মূল হোতা ক্যামেরন ব্যানক্রফট নিষেধাজ্ঞা পেয়েছেন ৯ মাসের জন্য।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন অজি কোচ ড্যারেন লেম্যান। বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অঙ্গন এখনও উত্তাল। স্মিথ-ওয়ার্নাররা সর্বোচ্চ শাস্তিই পেয়েছেন। এর আগে কোনো ক্রিকেট বোর্ড বল টেম্পারিংয়ের দায়ে কোনো ক্রিকেটারকে এত বড় শাস্তি দেয়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেয়া এমন দৃষ্টান্তমূলক শাস্তিতে দারুণ খুশি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটে এমন কঠিন শাস্তির প্রয়োজন আছে বলেও জানিয়েছেন সুজন।

সুজনের ভাষ্যমতে, ‘বল টেম্পারিং বেআইনি। আমি মনে করি কখনও কখনও এমন শাস্তি বিশ্ব ক্রিকেটের জন্য প্রয়োজনও আছে। আপনি একটা দলকে চিটিং করে হারিয়ে দেবেন এটা ঠিক না। বিশ্ব ক্রিকেটে এটা নতুন কোনো ঘটনা সেটাও না। আমি মনে করি না ক্রিকেট অস্ট্রেলিয়া কোনো অন্যায় করেছে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কাছ থেকে এমন কাজ আশা করেননি বলেও জানিয়েছেন এই সাবেক টাইগার তারকা। তার মতে, এটাই স্মিথ-ওয়ার্নারদের উপযুক্ত শিক্ষা। এর ফলে আর কেউ এই পথে পা বাড়াবে না বলে বিশ্বাস তার।
সুজন জানিয়েছেন, ‘তাদের মতো রেসপন্সিবল ক্রিকেট টিম, যারা বিশ্ব ক্রিকেটকে ডমিনেট করে তারা যখন এমন কিছু করবে তখন সেটা চোখে পড়ার মতো এবং লজ্জার ব্যাপার। এটা (নিষেধাজ্ঞার শাস্তি) সবার জন্যই একটা উপযুক্ত শিক্ষা। এতে করে ভবিষ্যতে আর কোনো ক্রিকেটারই এই কাজ করার সাহস করবে না।’