অগ্রণীকে জেতালেন সেঞ্চুরিয়ান নাফিস

ছবি:

বৃহস্পতিবার রেলিগেশন লিগের প্রথম ম্যাচে সৌম্য-নাফিসদের অগ্রণী ব্যাংকের মুখোমুখি হয়েছে আশরাফুলদের দল কলাবাগান। বিকেএসপির চার নম্বর মাঠে আজ সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে জয় পেয়েছে সৌম্য-নাফিসদের অগ্রণী ব্যাংক।
তবে এদিন ম্যাচ হারলেও দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক আশরাফুল। তাঁর ১০৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে শুরুতে ব্যাটিং করে অগ্রণী ব্যাংকর সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কলাবাগান।
আশরাফুল ছাড়াও এদিন দারুণ ব্যাটিং করেছেন বাঁহাতি ব্যাটসম্যান তাইবুর রহমান। ৮২ রান করে ভালোই সঙ্গ দিয়েছেন তিনি আশরাফুলকে। এছাড়া শেষের দিকে রিয়াজুল হুদার ব্যাট থেকে এসেছে ২৭ রান।
এর ফলে নির্ধারিত ৫০ ওভারে চ্যালেঞ্জিং একটি পুঁজি নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় কলাবাগান। অগ্রণী ব্যাংকের পক্ষে আজ দারুণ বোলিং করেছেন সৌম্য সরকার।
৪৬ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, আল-আমিন হোসেন এবং আব্দুর রাজ্জাক।

কলাবাগানের ছুঁড়ে দেয়া ২৪৭ রানের জবাবে বর্তমানে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় তুলে নেয় অগ্রণী ব্যাংক। ইনিংসের দলীয় ৪৫ রানে সৌম্য সরকার ফিরলেও আরেক ওপেনার শাহরিয়ার নাফিস তুলে নেন ফিফটি।
ফিফটি হাঁকিয়েই থেমে যাননি তিনি। সালমান হোসেনকে সঙ্গে নিয়ে ১৭২ রানের জুটি গড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। সঙ্গে তুলে নেন শতক। তবে ব্যক্তিগত ১০৯ রানে মোহাম্মদ আশরাফুলকে উইকেট দিয়ে বসেন তিনি।
নাফিসের বিদায়ের পর সালমান হোসেনও ৮৩ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু এরপর অবশ্য দেখে শুনে খেলে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। কলাবাগানের পক্ষে নাহিদ হাসান নেন ২টি উইকেট।
কলাবাগান ক্রীড়া চক্র-
ওয়ালিউল করিম, আসির ইনতেসার, মোহাম্মদ আশরাফুল, জাইমুল হাসান, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, ফারুক হোসেন, মাহবুবুল আলম অনিক (অধিনায়ক), রিয়াজুল হুদা, নাহিদ হাসান, নাবিল সামাদ।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব-
শাহরিয়ার নাফিস (অধিনায়ক), সৌম্য সরকার, সালমান হোসেন, শামসুল ইসলাম, ধীমান ঘোষ, ইসলামুল আহসান, জাহিদ জাভেদ, শাহবাজ চৌহান, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম।