promotional_ad

ক্ষমা চাইলেন ওয়ার্নার

promotional_ad

অবশেষে ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং ইস্যু নিয়ে যখন উত্তাল গোটা ক্রিকেট বিশ্ব তখন এই ঘটনার অন্যতম নায়ক ওয়ার্নার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি পোস্ট করে সকল ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। 


কেপটাউন টেস্টে বল বিকৃত করার চেষ্টার দায়ে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে। শুধু তাই নয়, চলমান দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই তাদের দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। 


ইন্সটাগ্রামে নিজের প্রোফাইলে একটি পোস্ট করে ওয়ার্নার জানিয়েছেন বর্তমানে সিডনির পথে রয়েছেন তিনি। আর নিজের কৃতকর্মের জন্য সকলের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি সকল দায়ভারও নিজের কাঁধে নিয়েছেন অজি ওপেনার। ওয়ার্নার লিখেছেন, 



promotional_ad

'অস্ট্রেলিয়া এবং বিশ্বের সকল ক্রিকেট ফ্যানদের জানাচ্ছি আমি বর্তমানে সিডনির পথে। যা ভুল হয়েছে তা ক্রিকেটের ক্ষতি করেছে। আমি আমার কার্যকলাপের জন্য ক্ষমাপ্রার্থী এবং আমি এর জন্য দায়বদ্ধ থাকবো।'


ওয়ার্নার আরো জানিয়েছেন বর্তমানে ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি। আর এই সময়টা পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে ব্যয় করার ইচ্ছা তাঁর। ক্রিকেট খেলার প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন ওয়ার্নার। এই প্রসঙ্গে তিনি লিখেছেন,


'আমি নিজেও বুঝতে পেরেছি ক্রিকেটের সমর্থকদের জন্য এটি অনেক বড় আঘাত। এই খেলাটিকে আমরা অনেক আগে থেকেই ভালোবাসি এবং আমি যখন বালক ছিলাম তখন থেকেই এই খেলার প্রতি আমার ভালোবাসা ছিলো। আমি আমার পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে এখন কিছুটা সময় কাটাতে চাই। কিছুদিন পর আবারো কথা হবে।' 





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball