আইসিসির কড়া সমালোচনায় রাজা

ছবি:

আইসিসির নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দলই সরাসরি অংশগ্রহণ করতে পারবে বিশ্বকাপের মূল পর্বে। আর বাকি দুই দলকে জায়গা করে নিতে হবে বাছাই পর্ব খেলে।
২০১৯ সালের বিশ্বকাপের বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। কোয়ালিফাই রাউন্ডে আরব আমিরাতের বিপক্ষে বৃষ্টি আইনে ৩ রানে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হয়েছে জিম্বাবুয়ের।
আরব আমিরাতের বিপক্ষে হারটি কোনো ভাবেই ভুলতে পারছেন না জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। এখনও সেই হার তার মনে হানা দিচ্ছে দুঃস্বপ্নের মতো। এই বিশ্বকাপ না খেলতে পারার দুঃখটা সারা জীবন তাড়িয়ে বেড়াবে বলে মনে করেন এই জিম্বাবুইয়ান অলরাউন্ডার।

এই প্রসঙ্গে রাজা বলেছেন, "এখনও ঠিক মতো ঘুমাতে পারি না। দুঃস্বপ্নের মতো বারবার হানা দেয়। বিশ্বকাপে না খেলার আক্ষেপ সারাজীবন বয়ে বেড়াতে হবে। আবারও সুযোগ আসবে তবে চার বছর পর। আমাদের অনেকেই শেষ বিশ্বকাপ খেলে ফেলেছে ২০১৫ সালে।"
বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহণ পন্থার কড়া সমালোচনা করেছেন সিকান্দার রাজা। এর ফলে সহযোগী দেশগুলোর প্রতি অবিচার করা হচ্ছে বলে মনে করেন রাজা। আইসিসির এই সিদ্ধান্ত কোনো ভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
রাজার ভাষ্যমতে, "অনেকদেশই ভালো ক্রিকেট খেলছে। ১০ দলের বিশ্বকাপ হওয়ায় বঞ্চিত হচ্ছে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের মতো দলগুলো। সহযোগী দেশগুলো যে মানের ক্রিকেট খেলছে তাতে তাদের বাদ পড়া খুব দুঃখজনক। আইসিসির এই সিদ্ধান্ত কোনো ভাবেই মেনে নিতে পারছি না।"