ঢাকা প্রিমিয়ার লিগেই আলো ছড়াতে চান চাঁদ

ছবি:

আবাহনীকে ২৬ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা দৌঁড়ে ফিরেছে শেখ জামাল ধানমিন্ড ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে শেখ জামালের দুর্দান্ত এই জয়ে দাপুটে এক সেঞ্চুরি করে অবদান রেখেছেন ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ।
ব্যাট হাতে ১০১ রানের সাবলীল এক ইনিংস খেলে দলকে ২৫৬ রানের লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটার। এই মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩০ রানেই গুটিয়ে গেছে আবাহনীর ইনিংস।
পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে হারিয়ে বেশ আনন্দিত শেখ জামালের তারকা ক্রিকেটার উন্মুক্ত চাঁদ। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে চাঁদ জানিয়েছেন, ‘শীর্ষ দলকে হারিয়েছি, খুবই খুশি এবং ভালো লাগছে। আপনি জানেন আবাহনি ১ নম্বর দল। তাদের বিপক্ষে সেঞ্চুরি পাওয়াটা সব সময় দারুণ।’

এই জয় বাকি ৩ ম্যাচেও আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস উন্মুক্ত চাঁদের, ‘এই জয়ে ছেলেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। আরও তিনটি ম্যাচ বাকি আছে। আশা করি সবগুলো ম্যাচই জিতবো।’
দলের ব্যাটিং আরও ভালো হলে সংগ্রহ ২৭০-২৮০ হতে পারতো বলে ,মনে করেন এই ভারতীয় ক্রিকেটার, ‘আমরা ২৭০-৮০ করতে চেয়েছিলাম। উইকেট খুব একটা ভালো ছিল না। ব্যাটিং কঠিন ছিল। দুর্ভাগ্যবশত উইকেটগুলো পড়ে গেল। সেজন্য আমরা পারিনি। তবে আমাদের বোলিং ইউনিট ভালো করেছে।’
ঢাকা প্রিমিয়ার লিগে রানের ফোয়ারা ছোটানো উন্মুক্ত চাঁদের লক্ষ্য ডিপিএলের সেরা খেলোয়াড় হওয়া, ‘আমার ফোকাস পরের ম্যাচ। যেহেতু আমি এখন এখানে খেলছি সেহেতু এখানকার সেরা হওয়াই আমার লক্ষ্য। সবাই চায় তার দেশের হয়ে খেলতে। যে কোনো টুর্নামেন্টে যেখানেই খেলি না কেন, পারফর্ম করলে হয়তো হবে।’
এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুম ডিপিএলে খেলছেন চাঁদ। বাংলাদেশের ক্রিকেট উপভোগ করেন বলেই বারবার তিনি খেলতে আসেন বলে জানিয়েছেন চাঁদ, ‘আমি বাংলাদেশে খেলা উপভোগ করি। এখানকার ক্রিকেট দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সেজন্যই ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে প্লেয়াররা এসে এখানে খেলে। এখানকার উইকেটও অ্যামেজিং।’