promotional_ad

এবার টাইগারদের ফিল্ডিং কোচ খুঁজছে বিসিবি

promotional_ad

চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের প্রধাণ কোচের পদ থেকে পদত্যাগ করেছেন গত বছরের অক্টোবরে। এর পর থেকেই টাইগারদের প্রধাণ কোচের পদটা ফাঁকাই পরে আছে।


কিন্তু এর ছয় মাস পরেই বিদায় নিয়েছেন সহকারি ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। ফলে, এবার ফিল্ডিং কোচের জন্যও খোঁজ করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।


প্রধাণ কোচের মতো ফিল্ডিং কোচের পদের জন্যও ভিনদেশি কাউকেই খুঁজছে বিসিবি। মঙ্গলবার (২৭ মার্চ) সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানালেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।



promotional_ad

এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেছেন, ‘ওখানে আরেকজনকে দেওয়া হবে। আমাদের মূলত দরকার ফিল্ডিং কোচ। সে (হ্যালসল) তো ফিল্ডিং কোচের কাজ করছিল। বিদেশি কোচ খোঁজা হচ্ছে।’


টাইগারদের হেড কোচ নিয়োগের অগ্রগতি প্রসঙ্গে এই বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা এখনও চেষ্টা করছি। পার্টিকুলার কোনো কোচ এখনও আমরা পাইনি। কিন্তু চেষ্টা করা হচ্ছে জুন মাসে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে সিরিজের আগেই নিয়োগ দেওয়া। কয়েকজনের সঙ্গে কথা বলেছি আমরা। আমাদের যেসব ক্রাইটেরিয়া আছে সেসব ক্রাইটেরিয়া অনেকে ফুলফিল করছে না, যার কারণে দেরি হচ্ছে।’


হেড কোচ না থাকায় সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে ভারপ্রাপ্ত প্রধাণ কোচের দায়িত্ব পালন করেছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কিন্তু আসন্ন সিরিজগুলোতে তিনি আবারও এই দায়িত্ব পালন করবেন কি না সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘কোর্টনি ওয়ালশ থাকবে কি থাকবে না সেটা বোর্ডের সিদ্ধান্ত। এটা বলা যাচ্ছে না কারণ তার দায়িত্ব নিদাহাস ট্রফি পর্যন্তই ছিল।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball