promotional_ad

অনুশীলন ম্যাচ খেলবেন সাকিব-মাহমুদুল্লাহরা

promotional_ad

নিদাহাস ট্রফি শেষে বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে, এই জমজমাট ম্যাচগুলোতেও দর্শক হয়ে থাকতে হচ্ছে দলের শীর্ষ তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদকে।


মোহামেডান ও প্রাইম ব্যাংক সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় প্রিমিয়ার লিগে আর মাঠে নামা হচ্ছে না সাকিব আর মাহমুদুল্লাহর। আর বিশ্রামে থাকায় প্রাইম দোলেম্বরের হয়ে সুপার লিগে খেলছেন না তারকা পেসার মুস্তাফিজুর রহমান।


কদিন আগেই এক সাক্ষাৎকারে টাইগার অধিনায়ক সাকিব আইপিএলে যোগ দেয়ার আগে ম্যাচ না খেলতে পারায় আক্ষেপের কথা জনিয়েছিলেন। এবার সাকিব সহ অন্য ক্রিকেটারদেরও একটি প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ করে দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



promotional_ad

যেখানে তাদের সঙ্গে খেলবেন বাদ পড়া ক্লাবের সেরা প্লেয়াররাও। আগামী ২৯ মার্চ টি-২০ ফরম্যাটের এই ম্যাচটি মাঠে গড়াবে। মঙ্গলবার (২৭ মার্চ) ফতুল্লায় ডিপিএলের সুপার সিক্সের ম্যাচ চলাকালে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন জাতীয় দলের প্রধাণ নির্বাচক মিনহাজুর আবেদীন নান্নু। 


তিনি বলেছেন, "সুপার লিগ থেকে বাদ পড়া তিন ক্লাব মোহামেডান, প্রাইম ব্যাংক ও শাইনপুকুর টিমে থাকা জাতীয় দলের বা শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে দুটি দল করা হবে। একটির নেতৃত্ব দিবে সাকিব, আরেকটির মাহমুদউল্লাহ রিয়াদ।"


এই ম্যাচের জন্য ভেন্যু ঠিক না করা হলেও সূত্র মতে একটি ম্যাচই খেলার কথা সাকিব-মাহমুদুল্লাহদের। তাছাড়া, এক দিনে দুটি ম্যাচও মাঠে গড়াতে পারে। তবে এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball