অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন পন্টিং-গিলেস্পি!

ছবি:

বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন স্টিভেন স্মিথ। তার সঙ্গে সহ-অধিনায়কের পদ ছেড়েছেন ডেভিড ওয়ার্নার। লন্ডনের দৈনিক টেলিগ্রাফের বরাতে জানা গেছে পদত্যাগ করতে পারেন কোচ ড্যারেন লেম্যানও।
এরপর থেকেই জল্পনা কল্পনা হচ্ছে কে হতে পারের লেম্যানের স্থলাভিষিক্ত! ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধাণ কোচ হতে পারেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিং ও জেসন গিলেস্পি।
এই দুর্দিনে অস্ট্রেলিয়া দলের হাল ধরার জন্য অস্ট্রেলিয়ার সোনালী যুগের পরিক্ষিত দুই সেনানিকেই ডাকা হতে পারে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং।

২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। ৭৭ টি টেস্টে নেতৃত্বের মুকুট ছিল পন্টিংয়ের মাথায়। পন্টিং বর্তমানে অস্ট্রেলিয়ার টি২০ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।
তাছাড়া, আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং পরামর্শক হিসেবেও তার বেশ সাফল্য আছে। তাই তাকে দায়িত্ব দিতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্যদিকে, গিলেস্পি কোচ হিসেবে সম্প্রতি বেশ নাম কুড়িয়েছেন।
বিগব্যাশে তার দল অ্যাডিলেড স্ট্যাইকার্স চ্যাম্পিয়ন হয়েছে গত আসরে। এর আগে কাউন্টি দল ইয়র্কার শায়ারের হয়ে প্রধাণ কোচের দায়িত্ব পালন করেছেন এই সাবেক অজি পেসার।