promotional_ad

'বিশ্বকাপ' হতাশা ডিপিএল দিয়ে পূরণ করছেন রাজা?

promotional_ad

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ সুপার লিগের ম্যাচে মাঠে নেমেছে গাজি গ্রুপ ক্রিকেটার্স এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে গাজি গ্রুপকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন খেলাঘরের অধিনায়ক নাজিমউদ্দিন। 


এরপর ব্যাটিংয়ে নেমে ১২ রানের মাথায় ওপেনার কাম অধিনায়ক জহুরুল ইসলামের উইকেটটি হারিয়ে বিপদে পড়েছিলো গাজি গ্রুপ। পরবর্তীতে অবশ্য ইমরুল কায়েস এবং মমিনুল হকের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।


ইমরুল দারুণ ব্যাটিং করে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন। যদিও ইনিংস বেশি লম্বা করতে পারেননি তিনি। ৬৩ রান করে তানভির ইসলামের শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে। আর ইমরুলের পর মমিনুলও ফেরেন দ্রুতই। ৪৭ রান করে মাসুম খানের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন তিনি।


তবে মমিনুলের ফেরার পরেই জিম্বাবুইয়ান রিক্রুট সিকান্দার রাজার ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় গাজি গ্রুপ। ডিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই হাফসেঞ্চুরি হাঁকান সিকান্দার। ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত গাজির স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ২২১ রান (৪৩ ওভার)। ক্রিজে সিকান্দার ৬৫ এবং নাদিফ চৌধুরী ৪ রান নিয়ে ব্যাট করছেন। 



promotional_ad

উল্লেখ্য মাত্র দুই দিন আগেই বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ রানের ব্যবধানে হেরে গিয়েছিলো সিকান্দার রাজার জিম্বাবুয়ে। আর এর ফলে ২০১৯ বিশ্বকাপের স্বপ্ন ভেস্তে যায় জিম্বাবুইয়ানদের। এবার হয়তো সেই আক্ষেপ ডিপিএলে খেলতে এসেই মেটাচ্ছেন রাজা। 


গাজি গ্রুপ ক্রিকেটার্স-  


জহুরুল ইসলাম (অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, মেহেদি হাসান, সিকান্দার রাজা, নাদিফ চৌধুরী, আসিফ আহমেদ, জাকের আলি (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, নাইম হাসান, টিপু সুলতান।


খেলাঘর সমাজ কল্যাণ সমিতি- 



রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), অমিত মজুমদার, আল মেনেরিয়া, রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দিন (অধিনায়ক), মাসুম খান, নিরজান ভদ্র, মোহাম্মদ সাদ্দাম, তানভির ইসলাম, আনজুম আহমেদ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball