রাজস্থানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন স্মিথ

ছবি:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের অপরাধে এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। সেই সঙ্গে চলমান সিরিজে অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।
জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি শোনা যাচ্ছিল আসন্ন আইপিএলের মৌসুমে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্বও হারাতে পারেন এই ডানহাতি ব্যাটসম্যান।
আর সেটাই সত্যি হলো। কেলেঙ্কারিতে জড়ানো স্মিথ আসন্ন আইপিএল মৌসুমে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তার পরিবর্তে দলটিকে নেতৃত্ব দিবেন ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে।

এর আগে ২০১৭ সালের আইপিএল মৌসুমেও পুনে সুপার জায়েন্টসে এক সঙ্গে খেলেছেন এই দুজন। সেবার অবশ্য দলটির অধিনায়ক ছিলেন স্টিভেন স্মিথ।
এদিকে বল টেম্পারিংয়ের মত অপরাধের কারণে এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন স্মিথ। এছাড়া ক্যামেরন ব্যানক্রফটকে তিন ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়েছে। স্মিথের পরিবর্তে অজিদের নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক টিম পেইন।
রাজস্থান রয়্যালস : স্টিভেন স্মিথ, বেন স্টোকস, জয়দেব উনাদকাট, সঞ্জু স্যামসন, জোফরা আর্চার, কে গৌতম, জস বাটলার, আজিঙ্কা রাহানে, ডি’আর্চি শর্ট, রাহুল ত্রিপাঠি, ধাওয়াল কুলকার্নি, জহির খান, বেন লাফলিন, স্টুয়ার্ট বিনি, দুশমন্তা চামিরা, অনুরেত সিং, বিক্রম বিরলা, মিধুন এস, শ্রেয়াশ গোপাল, প্রশান্ত চোপড়া, যতিন সাক্সেনা, অঙ্কিত শর্মা, মাহিপাল লমরোর।
সূত্রঃ ক্রিকইনফো