promotional_ad

ইংল্যান্ড যাচ্ছে 'চ্যাম্পিয়ন' আফগানিস্তান

promotional_ad

ঠিক যেন রুপকথার গল্পের মত। আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্বে যাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সেই আফগানিস্তানই শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বের শিরোপা ঘরে তুললো।


শুধু শিরোপাই জিতেছি আফগানরা টানা দ্বিতীয় বারের মত বিশ্বকাপে জায়গায়ও করে নিয়েছে দলটি। অথচ গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে হেরে সুপার সিক্সে জায়গা করে নেয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য।


এরপর সুপার সিক্সে কোনভাবে এক ম্যাচ জিতে জায়গা করে নিয়ে সেখানেও নিজেদের সেরাটা দিতে পারেনি আজগার স্টানিকজাইয়ের দল। তারপরও হাল ছারেনি আফগানরা। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির ভাগ্য সঙ্গে ছিল।



promotional_ad

আরব আমিরাতের কাছে জিম্বাবুয়ের হার তাদেরকে আশার আলো দেখায়। আর সেটাকেই লুফে নেয় আফগানরা। আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথমে বিশ্বকাপ নিশ্চিত করার পর রবিবার ফাইনালে শক্তিশালি উইন্ডিজদের ৭ হারিয়ে শিরোপা ঘরে তুলেছে।


এদিন ফাইনালে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে আফগান বোলারদের তোপের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজরা।


মুজিব জাদরানের ঘূর্ণির সামনে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২০৪ রানে অলআউট হয় ক্রিস গেইলরা। দলের পক্ষে মুজিব জাদরান একাই নেন ৪ উইকেট। উইন্ডিজদের পক্ষে রোভম্যান পাওয়েল করেন সর্বোচ্চ ৪৪ রান।



জবাবে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ শাহজাদের ৮৪ এবং রহমত শাহ'র ৫১ রানের উপর ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় আফগানরা। মোহাম্মদ নবি ২৭ এবং সামিউল্লাহ শিনওয়ারি ২০ রান নিয়ে ক্রিজে অপরাজিত থাকেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball