এভাবেই অবদান রাখতে চান মিরাজ

ছবি:

অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ব্যাটে-বলে নিজের সমান সামর্থ্য দেখিয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যুব ওয়ানডের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, রান সংগ্রহের তালিকায়ও আছেন সেরা দশে।
কিন্তু আন্তর্জাতিক আঙিনায় কিছুতেই ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারছেন না তিনি। তবে, নিয়মিতই উন্নতি ছাপ রেখেছেন ব্যাট হাতে। আট নম্বরে নেমেই টেস্টে ও ওয়ানডেতে ফিফটি করেছেন।
টি২০ ক্রিকেটে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল। নিদাহাস ট্রফির ফাইনালে সেখানেও নিজের উজ্জ্বল ব্যাটিং প্রতিভা দেখিয়েছেন মিরাজ। ৭ বলে ১৯ রানের ইনিংসে দলকে এনে দিয়েছিলেন লড়াইয়ের পূঁজি।

সেই ইনিংসটিই মিরাজকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। ভবিষ্যতে ব্যাট হাতে আরও বড় দায়িত্ব পালন করতে চান এই অলরাউন্ডার। বর্তমানে উপরের সারিতে ব্যাট করার সুযোগ না হওয়ায় কোনো আক্ষেপ নেই তার।
মিরাজ জানিয়েছেন, “আসলে আমার আক্ষেপ নাই। জাতীয় দলে আমার চেয়ে অনেক ভালো ব্যাটসম্যান আছে। সামনে আমার সুযোগ আসবে। আক্ষেপের কিছু নেই। একটা সময় হয়ত সিনিয়র হব, দায়িত্ব বাড়বে। এখন যেখানে আছি, সেটি টিম কম্বিনেশনের কারণেই।”
এখন যেভাবে দলের জন্য অবদান রাখছেন এভাবেই অবদান রাখতে চান মিরাজ, “শেষে দিকে অনেক সময় ১০ বা ১৫ রান দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমি সেটাই করে যেতে চাই। ভারতের বিপক্ষে ইনিংসটি (ফাইনালে) অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আশা করি সেই আত্মবিশ্বাস সামনে কাজে লাগাতে পারব।”