নিষিদ্ধ হলেন স্টিভ স্মিথ

ছবি:

বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের চতুর্থ টেস্টের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।
স্মিথকে নিষিদ্ধ করলেও ওপেনার ক্যামেরন বেনক্রফটকে নিষিদ্ধ করা হয়নি। তাকে এই অপরাধের দায়ে লেভেল দুই ধারায় ৩ ডিমেরিট পয়েন্ট প্রদান করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
'এই বিষয়ে আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন জানিয়েছেন, ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার দায়ে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

এমনকি তাকেই পুরো দলের জন্য শাস্তিটা নিজের কাঁধে নিতে হবে। তাই তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করাকেই যোগ্য শাস্তি হিসেবে দেখছি।'
এদিকে ম্যাচের তৃতীয় দিন এমন কান্ড ঘটানোর পর সমালোচনার ঝড় বইছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের উপর। ইতিমধ্যে দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার চলমান সিরিজে নিজেদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
স্মিথের পরিবর্তে অস্ট্রেলিয়া দলকে এই সিরিজে নেতৃত্ব দিবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম পেইন।