promotional_ad

ঐ আটটি বলই পুরো ক্যারিয়ারের প্রতিচ্ছবিঃ কার্তিক

promotional_ad

নিদাহাস ট্রফির ফাইনালে ৮ বলে ২৯* রানের ইনিংস খেলে ভারতকে ট্রফি জেতানো দিনেশ কার্তিক এখনই হাওয়ায় ভাসতে রাজি নন। এই ইনিংসটিকে তিনি দেখছেন তার পুরো ক্রিকেট ক্যারিয়ারের প্রতিচ্ছবি হিসেবেই।


সম্প্রতি ভারতীয় মিডিয়ার সামনে ইনিংসটি নিয়ে আবারো কথা বলেছেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 'আসলে ঐ আট বল আমার জন্য শুধু আঁটটি বলই ছিল না। এটা ছিল আমার ১৪ বছরের ক্যারিয়ার এবং ২০-২২ বছরের ক্রিকেটীয় জীবনের প্রতিচ্ছবি। 


'দীর্ঘ সময়ের ক্রিকেটীয় জীবন আমাকে ইনিংসটি খেলতে সাহায্য করে। এটা আসলে একদিনের ইনিংস না। এর আগের কিছু বিষয় আছে, যা আমাকে ঐ অবস্থায় নিয়ে গেছে, যেখানে আমি ইনিংসটি খেলতে পেরেছি।' 



promotional_ad

একইসাথে এই পর্যায় থেকে নিজের ক্যারিয়ারকে নতুনভাবে দেখছেন সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বের সময় অভিষিক্ত এই ক্রিকেটার। ৩২ বছর বয়সী দিনেশ কার্তিক আরও জানান,


'প্রথম দুইদিনে সবাই আমাকে অভিনন্দন জানিয়েছে। এখন বিষয়টি স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। অনেক মানুষই আমাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে। এটা সত্যিই অনেক দারুণ।


'আমার মনে হয় এখান থেকেই নতুন এক সূচনা হবে আমার জন্য। বিষয়টিকে আমি এভাবেই দেখি। আমি অনেক কিছু করে ফেলেছি- এটা অবশ্যই মনে হয়না আমার।'



তবে কার্তিকের মতে এটাই ছিল তার ক্রিকেটীয় জীবনের সেরা মুহূর্ত, 'আমাকে যদি আরও বলা লাগে, আমি বলবো এটাই আমার ক্রিকেটীয় জীবনের সেরা মুহূর্ত। আর আমি এটা নিয়ে সন্তুষ্ট।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball