আরেকটি বিপিএল আয়োজনের পরিকল্পনায় বিসিবি

ছবি:

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এটি বাংলাদেশের একমাত্র টি২০ আসরও। বেশ কিছুদিন ধরেই টি২০ ক্রিকেটে টাইগার ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে আরও একটি ঘরোয়া টি২০ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
সেই পরিকল্পনা বেশ কিছু দূর এগিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। দেশের সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলবেন বলে নিশ্চিত করেছেন এই বিসিবি কর্মকর্তা।

আকরাম খান বলেছেন, ‘বিপিএলের আগে একটা টি-টোয়েন্টি করার চিন্তা ভাবনা আমাদের আছে।বিপিএলের সেক্রেটারি সাহেব অলরেডি সেটা ডিক্লেয়ার করেছেন। বাংলাদেশর বেস্ট প্লোরদের নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করবো আমরা।’
এই টুর্নামেন্টটি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে আয়োজন করতে চায় বিসিবি। চারটি অঞ্চলে ভাগ করা হবে টুর্নামেন্টের দলগুলোকে। এখানে অংশ নেবেন সেই অঞ্চলগুলোর সেরা ক্রিকেটাররা।
এই প্রসঙ্গে আকরাম খান জানিয়েছেন, ‘দলগুলো বিসিএলের মত। যেমন চারটা দল ভাগ করে আমরা যে টুর্নামেন্ট করি ওই টাইপের টুর্নামেন্ট মাথায় আছে।যেখানে সুযোগ পাচ্ছেন দেশের চারটি অঞ্চলের সেরা ক্রিকেটাররা।’