রোহান ও উইলিয়ামসের শাস্তি

ছবি:

বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলার দৌড় থেকে ছিটকে গেছে জিম্বাবুয়ে। এর সাথে যোগ হয়েছে তারকা ব্যাটসম্যান শেন উইলিয়ামসের শাস্তি।
গতকালকের ম্যাচে আইসিসির আচরণ বিধির লেভেল ১ ভঙ্গ করার দায়ে আরব আমিরাতের অধিনায়ক রোহান মোস্তফা ও জিম্বাবুইয়ান ব্যাটসম্যান শেন উইলিয়ামসকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দুজনেরই নামের পাশে যোগ হয়েছে ১ টি করে ডিমেরিট পয়েন্ট। তাছাড়া দুজনেরই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে ৪ টি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ হতে হবে।
আর নামের পাশে ২ টি ডিমেরিট পয়েন্ট হলে ১ টি টেস্ট অথবা ২ টি ওডিআই অথবা ২ টি টি২০ ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবারের ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের ৩৭ তম ওভারে রোহান মোস্তফা জিম্বাবুইয়ান তারকা শেন উইলিয়ামসকে আউট করার পর তার দিকে তেড়ে যান।
এবং দুজনেই কথা কাটাকাটি করেন। এই বিষয়টি ভালো ভাবে নেননি ম্যাচ রেফারি ডেভিড জাকস। দুজনেই অপরাধের কথা স্বীকার করে নিলে আর কোনো শুনানীর প্রয়োজন পরেনি।