হেইন্সের সঙ্গী এলগার

ছবি:

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থেমেছে ৩১১ রানে। প্রথম দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৬৬ রান। দ্বিতীয় দিনে মাত্র ৪৫ রান যোগ করে অল আউট হয়েছে স্বাগতিকরা।
আগের দিনের সেঞ্চুরিয়ান ওপেনার ডিন এলগার শেষ পর্যন্ত ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ফলে ‘ক্যারিং দা ব্যাট থ্রু আ কমপ্লিটেড ইনিংস’ এর কীর্তি গড়েছেন এই প্রোটিয়া তারকা। তবে এবারই প্রথম নয় এনিয়ে তৃতীয় বারের মতো এই কীর্তি গড়েছেন এলগার।
এর আগে তিনবার এই কীর্তিতে নাম লিখিয়েছিলেন কেবল সাবেক ক্যারিবিয়ান ওপেনার ডেসমন্ড হেইন্স। এদিকে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার দলীয় রানের ৪৫.৩ শতাংশ রানই এসেছে এলগারের ব্যাট থেকে।

আগের দিন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে দারুণ দুটি জুটি গড়েছিলেন ওপেনার এলগার। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে দলীয় সংগ্রহ বড় করতে পারেননি এলগার।
তবে নবম উইকেটে কাগিসো রাবাদাকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি গড়ে প্রথম ইনিংসে দলকে তিনশো পেরুনো ইনিংস এনে দেন এলগার। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ৮৬ রানে অপরাজিত থেকে ক্যারিয়ারের দ্বিতীয় 'ক্যারি দ্যা ব্যাটের' কীর্তি গড়েছিলেন এলগার।
এর আগে ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৮ রানে অপরাজিত থেকে প্রথমবারের মতো এই কীর্তি গড়েছিলেন এলগার। ক্যারিয়ারে এই কীর্তি আর একবার গড়তে পারলেই সবাইকে ছাড়িয়ে যাবেন এই প্রোটিয়া তারকা।