'ডেথ ওভারের' মুস্তাফিজের বন্দনায় বিজয়

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে দারুণ চাপের মধ্যে থেকে দুর্দান্ত একটি ওভার উপহার দিয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টারের করা ভারতের ইনিংসের ১৮ তম ওভারটিই জয়ের সমীকরণ অনেক কঠিন করে দিয়েছিল।
সেই ওভারে প্রথম পাঁচ বলে মোকাবিলা করেছিলেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শংকর। প্রথম চার বলে কোনো রানই নিতে পারেননি তিনি। পঞ্চম বলে কোনমতে একটি লেগবাই নিলেও শেষ বলে আউট হন বিজয়ের সঙ্গী মনিশ পান্ডে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আর কোথাও তিনি এতো ডট বল খেলেননি এই অলরাউন্ডার। সেই ওভারটির জন্য মুস্তাফিজকে ভূয়সী প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শঙ্কর।
তিনি বলেছেন, "যদি আপনি সৈয়দ মোস্তাক আলী বা বিজয় হাজারের ট্রফিতে আমার ব্যাটিং দেখেন তবে চোখে পড়বে যে আমি খুব বেশি ডট বল খেলিনা। আমি স্ট্রাইক রোটেড করে খেলি কিন্তু মুস্তাফিজুর (রহমান) শেষ ওভারে দুর্দান্ত বল করেছে।"

মুস্তাফিজের সেই ওভারের চাপে দিশেহারা হয়ে গিয়েছিলেন বিজয়। তখন উইকেটে থাকা সিনিয়র খেলোয়াড় দীনেশ কার্তিক তাকে স্বাভাবিক খেলাটা খেলার পরামর্শ দিয়েছিলেন। পরের ওভারেই সৌম্যর বলে একটি চার মেরেছিলেন তিনি।
এই প্রসঙ্গে বিজয় বলেছেন, "দীনেশ কার্তিক শুধু আমাকে একটা জিনিস বলেছিল, নিজের ব্যাটিংয়ের ধরণটা ধরে রাখো, একটি বাউন্ডারি মারো। সৌম্য যে বলটি করেছিল, আমি শুধু চেষ্টা করেছিলাম বলটা ব্যাটে লাগাতে।"
সবাই যখন নিদাহাস ট্রফি জয়ের আনন্দে মাতওয়ারা তখনও আফসোস করছিলেন এই অলরাউন্ডার, "ফাইনালের পর সবাই যখন আনন্দিত করছিল, আমি যেভাবে প্যান আউট হয়েছি তা নিয়ে খুব হতাশ ছিলাম। আমার হিরো হওয়ার জন্য দারুণ একটি সুযোগ ছিল। আমি ম্যাচ শেষ করতে পারতাম"
এই পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়লেও চিন্তার কোনো কারণ দেখছেন না এই ভারতীয় তরুণ অলরাউন্ডার। আইপিএল শুরু হতে কিছু বাকি। এখন তিনি তার আইপিএলের দল দিল্লির হয়ে ভালো খেলার জন্য মুখিয়ে আছেন,
"দলের জন্য সিলেক্ট হওয়া আমার জন্য কোনো চিন্তার বিষয় নয়। ইতিবাচক দিক হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে আইপিএল শুরু হচ্ছে এবং আমার দল দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে ভালো খেলার দিকেই আমার নজর।"