promotional_ad

হুট করে কেন সরে দাঁড়ালেন হ্যালস্যাল?

promotional_ad

হুট করেই বাংলাদেশ দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জিম্বাবুইয়ান রিচার্ড হ্যালস্যাল। ​​​​​​বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাষ্যমতে মূলত নিজের পরিবারকে বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন হ্যালস্যাল।


এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'হ্যালস্যাল ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা বুঝতে পেরেছি যে তাঁর এই সিদ্ধান্ত পরিবারের কথা ভেবেই এবং তিনি তাঁর পরিবারের সাথে আরো বেশি সময় কাটাতে চাচ্ছেন বিশেষ করে তাঁর অসুস্থ বাবার সাথে। বোর্ড তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছে এবং তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করছে।'


তবে বিসিবি কিংবা হ্যালস্যাল যতোই দায়িত্ব ছাড়ার পেছনে পরিবারকে কারণ হিসেবে দাঁড়া করাক আদতে সেটি কতটা সত্য তা বড় একটি প্রশ্নেরই ব্যাপার। কেননা বিসিবির সাথে যে হ্যালসালের সম্পর্ক বেশ কিছুদিন থেকেই ভালো যাচ্ছে না তা গণমাধ্যমের কল্যাণে অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে।  



promotional_ad

সম্প্রতি শেষ হওয়া নিদাহাস ট্রফিতে নিয়ম অনুযায়ী হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিলো হ্যালসালের। কিন্তু তাঁকে হঠিয়ে দায়িত্ব দেয়া হয় পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। এর কারণ অনুসন্ধানে পরবর্তীতে অনেকটা কেঁচো খুঁড়তে সাপই বের হয়ে এসেছিলো। 


বাংলাদেশের ক্রিকেটে হ্যালস্যালের বেশ কিছু বিতর্কিত কর্মকান্ড নিয়ে এর আগে প্রতিবেদন প্রকাশ করেছিলো ক্রিজফ্রেঞ্জি এবং কালের কন্ঠ। সেই প্রতিবেদনে উঠে এসেছিলো তামিম ইকবাল এবং মাশরাফি বিন মর্তুজার সাথে তাঁর বিতর্কিত আচরণের বিভিন্ন তথ্য।


বিসিবির সাথেও যে তাঁর সম্পর্ক ভালো ছিলো না সেটিও দিনের আলোর মতোই পরিষ্কার হওয়া গেছে। হ্যালস্যালকে নিয়ে তৈরিকৃত সেই প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন এই লিঙ্কে--হ্যালস্যালকে কোচ না করার নেপথ্যের কাহিনী



নিদাহাস ট্রফির আগে তৈরিকৃত এই প্রতিবেদনটিতে বলা হয়েছিলো হয়তো ৬ মাসের মধ্যেই হ্যালস্যালের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে বিসিবি। ছয় মাস লাগেনি, তার আগে নিজেই সরে দাঁড়ালেন হ্যালস্যাল। তবে আদৌ কি সরে দাঁড়িয়েছেন তিনি? নাকি তাঁকে সরিয়ে দেয়া হয়েছে? এই প্রশ্ন ভবিষ্যতের জন্যই তোলা থাক।    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball