promotional_ad

সাকিব ভেঙ্গেছেন ড্রেসিং রুমের দরজা?

promotional_ad

নিদাহাস ট্রফির গ্রুপ পর্বের নাটকীয় শেষ ম্যাচ শেষে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের দরজার কাঁচ ভাঙা পাওয়া যায়। ইতিমধ্যেই বিভিন্ন তথ্যের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ দল স্বাগতিকদের বিপক্ষে জয়ের উদযাপন করতে গিয়েই এই কাঁচ ভেঙেছে।


যার ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে, শ্রীলঙ্কার বহুল প্রচারিত সংবাদপত্র 'দ্য আইল্যান্ড' এর দাবি ড্রেসিংরুমের কাঁচ ভেঙেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।


এর আগে প্রমাণের অভাবে ম্যাচ রেফারি ক্রিস ব্রডও বিষয়টি উপেক্ষা করেছেন। তার ওপরও ক্ষেপেছে আইল্যান্ড সাকিবকে এজন্য শাস্তি না দেওয়ায়! লঙ্কান সংবাদপত্র আরও দাবি করেছে যে, ওই দরজা ঠিক করতে শ্রীলঙ্কা বোর্ডের খরচ হয়েছে ১ লাখ ৪৭ হাজার রুপি।


গত শুক্রবার অনুষ্ঠিত বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটির শেষ ওভারটি ছিল নানা উত্তেজনায় ঠাসা। শেষ ওভারের শুরুতে পরপর দুই বাউন্সার দেন লঙ্কান পেসার ইসুরু উদানা। লেগ আম্পায়ার নো ডাকার পরও তা উঠিয়ে নিলে বাংলাদেশে খেলোয়াড়রা মাঠ ও মাঠের বাইরে ক্ষোভে ফেটে পড়েন।



promotional_ad

এক পর্যায়ে অধিনায়ক সাকিব মাঠের দুই ব্যাটসম্যানকে মাঠ ছেড়ে চলে আসতে বলেন। শেষ পর্যন্ত পরিস্থিতি ঠাণ্ডা হলে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।


সাকিবকে কাঁচের দরজা ভাঙার দোষ দিয়ে 'দ্য আইল্যান্ড লিখেছে, 'টেলিভিশন ক্যামেরা বাংলাদেশ খেলোয়াড়ের অসৌজন্যমূলক আচরণ ধরেছে। এক পর্যায়ে তিনি তার খেলোয়াড়দের মাঠ ছাড়তে বলেন। আর তা আম্পায়ার ইসুরু উদানার দ্বিতীয় বাউন্সারকে নো না দিলে।


এর কিছুক্ষণের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার ভাগ্য ঠিক করে দেন ম্যাচ জেতানো এক ছক্কায়, খেলা শেষের আগের বলে। এরপর ড্রেসিং রুমের কাঁচের দরজা ভাঙা পাওয়া যায়।'


সংবাদপত্রটি আরো লিখেছে, 'সিসিটিভি ক্যামেরা যদিও সিদ্ধান্ত দিতে পারেনি যে কে আসলে ক্ষতিটা করেছে তবে দ্য আইল্যান্ড জানতে পেরেছে, ম্যাচ রেফারি ক্রিস ব্রড খাবার সরবরাহকারীদের সাথে কথা বলেছিলেন। তা করেছিলেন ড্রেসিং রুমে এই কাণ্ডটা কোন কালপ্রিট করলো তা বের করতে। কলম্বোর মুভেনপিক হোটেল, যেটাতে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল ছিল সেটি খেলার সময় খাবার যোগান দিত।



তদন্তে জানা গেছে, একজন খাবার সরবরাহকারী ব্রডকে বলেছিলেন, সাকিবই এই ক্ষতি করেছেন। চাক্ষুষ এই সাক্ষী ব্রডকে বলেন, বাংলাদেশ অধিনায়ক জোর করেই দরজার এই হাল করেছেন। ২০০৪ সাল থেকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে আসা ব্রড ধারাবাহিকতার অভাবের দোষে দুষ্ট। যথেষ্ট প্রমাণ পাওয়ার পরও তার অন্ধ চোখ সরিয়ে নেন এবং সাকিবকে কবজির জোরে হালকা চাটি মেরে ছেড়ে দেন। সেটা ২৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball