promotional_ad

সুপার সিক্সে সোহানরা

promotional_ad

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে যেতে হলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেতেই হবে এমন সমীকরণের সামনে থেকেই আজ খেলতে নেমেছিলো নুরুল হাসান সোহানের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলটি।


ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত বাঁচা মরার এই ম্যাচে ব্রাদার্সকে ৭৪ রানে হারিয়ে ঠিকই নিজেদের লক্ষ্যে পা রাখতে সক্ষম হয়েছে সোহান বাহিনী। দারুণ এই জয়ের ফলে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং গাজি গ্রুপ ক্রিকেটার্সকে টপকে পঞ্চমে উঠে এসেছ শেখ জামাল। আর এরই সাথে টুর্নামেন্টের সুপার সিক্স নিশ্চিত করেছে তারা। 


এই ম্যাচের আগে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে অবস্থান ছিলো শেখ জামালের। আজ জয় পাওয়ায় রান রেট এবং পয়েন্টে এগিয়ে থাকায় শাইনপুকুর ও গাজিকে ছাড়িয়ে গেলো তারা। এদিন ম্যাচের শুরুতে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রাদার্সের অধিনায়ক অলোক কাপালি।


এরপর ব্যাটিংয়ে নেমে ব্রাদার্সের ডানহাতি মিডিয়াম পেসার খালেদ আহমেদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৮৪ রানে অলআউট হয়ে গিয়েছিলো শেখ জামাল। ৯ ওভার বোলিং করে মাত্র ৪১ রানে ৩ উইকেট শিকার করেন খালেদ। 


আর ২টি করে উইকেট নিয়ে তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন সোহরাওয়ার্দি শুভ, শাখাওয়াত হোসেন এবং অধিনায়ক অলোক কাপালি। এদিন ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন শ্রীলঙ্কা থেকে সদ্য ফেরত শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। মাত্র ১৬ রান করে রান আউটের শিকার হতে হয়েছে আজ তাঁকে। 



promotional_ad

শেখ জামালের পক্ষে হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন শুধু ওপেনার সৈকত আলি। তাঁর ব্যাট থেকে এসেছে ৭৪ বলে ৫৫ রানের দুর্দান্ত একটি ইনিংস। এছাড়া অলরাউন্ডার তানবির হায়দার ৩৩ এবং ইলিয়াস সানি ৩১ রান করেন। 


বাদবাকি ব্যাটসম্যানদের কেউই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি। ফলে দুইশত রানের আগেই গুঁটিয়ে যেতে হয়েছে শেখ জামালকে। তবে ১৮৫ রানের এই মামুলি লক্ষ্যও টপকাতে ব্যর্থ হয়েছে ব্রাদার্স। শেখ জামালের বোলারদের তোপে মাত্র ১১০ রানে অলআউট হয়েছে তারা। 


দলের পক্ষে মাইশুকুর রহমান এবং দেবব্রত দাস ছাড়া আর কেউই ২০ এর ঘরে রান করতে পারেননি। এই দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ২৭ রান। এছাড়া মইনুদ্দিন রুবেল ১৬ এবং অধিনায়ক অলোক কাপালি ১২ রান করেন।


শেখ জামালের পক্ষে মূল পার্থক্য গড়ে দিয়েছিলেন দুই স্পিনার ইলিয়াস সানি এবং সোহাগ গাজি। এই দুই বোলারই নিয়েছেন ৩টি করে উইকেট। অপরদিকে আবু জায়েদ রাহি ২টি, নাজমুল ইসলাম অপু ও রবিউল হক ১টি করে উইকেট পেয়েছেন।   


ব্রাদার্স ইউনিয়ন- 



মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, দেবব্রত দাস, অলোক কাপালি, ইয়াসির আলি, সোহরাওয়ার্দি শুভ, মইনুদ্দিন রুবেল, নিহাদুজ্জামান, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ, নাজমুস সাদাত, মুজিবুর রহমান।


শেখ জামাল ধানমন্ডি- 


সৈকত আলি, পিনাক ঘোষ, রাকিন আহমেদ, শচীন বেবি, তানবির হায়দার, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ইলিয়াস সানি, সোহাগ গাজি, রবিউল হক, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball