promotional_ad

'আক্রোশ থেকেই লঙ্কানদের সমর্থন পায়নি বাংলাদেশ'

promotional_ad

নিদাহাস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হেরে ফাইনাল থেকে ছিটকে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ছিল ভারত। স্বাগতিকরা না থাকায় ফাইনালে দু দলেরই সমান সমর্থন পাওয়ার কথা ছিল।


তবে, এই হাই ভোল্টেজ ম্যাচে লঙ্কানদের সম্পূর্ণ সমর্থন গিয়েছে ভারতের পক্ষেই। টাইগাররা দুর্দান্ত পারফরমেন্স করে যখন প্রায় জয় পেয়ে যাচ্ছিলো তখনও টাইগাররা সমর্থন পায়নি লঙ্কানদের।


বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন মনে করেন, শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে খেলেছে বলেই আক্রোশ থেকে ভারতকে সমর্থন করেছেন স্বাগতিক দর্শকরা। এই কারণেই শত্রু বনে গেছে বাংলাদেশ দল। লঙ্কানদের  সমর্থন না পেয়ে হতাশ এই সাবেক টাইগার ক্রিকেটার।



promotional_ad

এই প্রসঙ্গে সুজন বলেছেন, 'কাল স্বাগতিক দেশ ছিলো না কিন্তু আমাদের বিপক্ষে এতো সমর্থন ছিলো যে পুরো হতাশই আমি। হয়তো আমরা শ্রীলঙ্কার শত্রু ছিলাম, আমাদের কারণে তারা ফাইনালে উঠতে পারেনি। এখন থেকে তারা আক্রোশ থেকে বাংলাদেশের বিপক্ষে সমর্থন দিয়েছে সবাই।'


তবে পরিস্থিতি অনুযায়ী ব্যাপারটিকে বেশ স্বাভাবিক ভাবেই দেখছেন টাইগার টিম ম্যানেজার। বাংলাদেশ দলেরও সমর্থক ছিল। কিন্তু লঙ্কানরা ভারতকে সমর্থন দেয়ায়, বাংলাদেশ দলের সমর্থকদের আওয়াজটা বাংলাদেশ দলের ক্রিকেটারদের কানে পৌঁছায়নি বলেই জানিয়েছেন তিনি।


সুজনের ভাষ্যমতে, 'শ্রীলঙ্কার বিপক্ষে খেলা আরও বেশি চাপের ছিলো মনে হয়। সেটা খুবই স্বাভাবিক ছিল। কারণ স্বাগতিক দেশের সঙ্গে খেলা। দর্শক তো আমাদের বিপক্ষে থাকবে এটা খুবই স্বাভাবিক। যদিও আমাদের বাংলাদেশি সমর্থকও ছিলো বেশ কিছু। সবার মাঝে তাদের আওয়াজটা খুবই কম হয়েছে। এটা খেলারই অংশ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball