পিএসএলে খেলতে পাকিস্তানে তামিম-মাহমুদুল্লাহ

ছবি:

জমজমাট ফাইনালের মধ্য দিয়ে গতকাল নিদাহাস ট্রফির পর্দা নেমেছে। ফাইনালে ভারতের বিপক্ষে ৪ উইকেটের হার দিয়ে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কা সফর শেষে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার।
তবে দলের সঙ্গে দেশে ফেরেননি বাংলাদেশের দুই তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনই পাকিস্তান সুপার লিগের শেষের কয়েকটি ম্যাচ খেলতে কলম্বো থেকে উড়ে গেছেন পাকিস্তানে।
পিএসএলের এবারের আসরের শেষ তিনটি ম্যাচ হবে পাকিস্তানে। তামিম ইকবাল এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাচ্ছেন। আর মাহমুদুল্লাহ রিয়াদ খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

তামিম-মাহমুদুল্লাহর দল এলিমিনেটরে মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে। ফলে এই ম্যাচের মধ্য দিয়ে যেকোন একটি দলকে বিদায় নিতে হবে এই রাউন্ড থেকে।
এদিকে লাহোরে দুটি এলিমিনেটর ম্যাচ এবং করাচিতে ২৫ মার্চ ফাইনালে আয়োজন করছেন আয়োজকরা। সেই কারণে তামিম-মাহমুদউল্লাহকে শ্রীলঙ্কার অ্যাসাইনমেন্ট শেষ করেই পাকিস্তানের মাটিতে পা রাখতে হয়েছে।
তামিম এবারের আসরে গতবারের চ্যাম্পিয়ন জালমির হয়ে ৫ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে এই ওপেনার ৩৩.৫০ গড়ে তিনি করেছেন ১৩৪ রান। সর্বোচ্চ রানের ইনিংসটি ৩৯। আর মাহমুদউল্লাহ দুটি ম্যাচে সুযোগ পেয়ে একটি ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৫ রান। অন্য ম্যাচে ব্যাট করতে পারেননি।