দেশবাসীর কাছে রুবেলের ক্ষমা প্রার্থনা

ছবি:

নিদাহাস ট্রফির ১৯ তম ওভারটির আগ পর্যন্ত রুবেল হোসাইন ছিলেন টুর্নামেন্ট সেরা পেসার।পুরো টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়েছেন বল হাতে।এমনকি গতকাল তার করা প্রথম ৩ ওভারই বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনে।
শুরুতেই সুরেশ রাইনা এবং এরপর কে এল রাহুলকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেন।তাই খুব স্বভাবতই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের সেরা বোলারের হাতেই বল তুলে দেন অধিনায়ক সাকিব আল হাসান।
কিন্তু ১৯ তম ওভার করতে এসে স্নায়ুর চাপের কাছে হার মানেন রুবেল।পুরো দেশ যখন আশায় বুক বাঁধছিল ঠিক তখনি সবার স্বপ্ন ভঙ্গ করে রুবেলের করা ওভারটিতে ২২ রান তুলে নেন দীনেশ কার্তিক। এই ১৯তম ওভারেই ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা।
পুরো দেশের সাথে সাথে রুবেল হোসাইন ও আক্ষেপে পুড়ছিলেন সেই ওভারটি নিয়ে।তাই মাচ শেষে পুরো দেশ বাসীর কাছে তিনি ক্ষমা প্রাথনা চান।

নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে দেশবাসীর উদ্দেশ্যে রুবেল লিখেন,
ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারনে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই।
তবে সবাই সব কিছু ভুলে রুবেলের পাশেই দাঁড়িয়েছেন।উৎসাহ জুগিয়ে গেছেন ভবিষ্যতে ভালো করার আশায়।