ওপেনার মজিদে জিতলো রুপগঞ্জ

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচে লিজেন্ডস অফ রুপগঞ্জকে মাত্র ১৭৯ রানের টার্গেট দিয়েছিল অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়ন। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে আব্দুল মজিদের অপরাজিত ৯৪ রানের উপর ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় রুপগঞ্জ।
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ডিপিএলের ৬০তম ম্যাচে খেলতে নেমে শুরুতে টসে জিতে ব্রাদার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রুপগঞ্জ অধিনায়ক নাইম ইসলাম। এরপর খেলতে নেমে রুপগঞ্জের দুই বোলার মোহাম্মদ শহীদ এবং আসিফ হাসানের তান্ডবে মাত্র ১৭৮ রানে গুঁটিয়ে যায় কাপালি বাহিনী।
শহীদ ৪১ রানে ৪টি এবং আসিফও ২৩ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়াও ৩১ রানে ২ উইকেট নিয়েছেন পারভেজ রসুল। রুপগঞ্জ বোলারদের তোপের সামনে এক ওপেনার মিজানুর রহমান ছাড়া ব্রাদার্সের আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি।
মিজানুরের ৬৩ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন দেবব্রত দাস। এছাড়াও জুনায়েদ সিদ্দিকি ২৬, অধিনায়ক অলোক কাপালি ২০ এবং ইয়াসির আলি ১৪ রান করেন। বাদবাকি আর কেউই বলার মতো রান করতে পারেননি।

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই ওপেনার সালাউদ্দিন পাপ্পুকে হারিয়ে বসে দলটি। তবে আরেক ওপেনার আব্দুল মজিদ এবং মোহাম্মদ নাইম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ রান যোগ করেন।
নাইম ৩০ করে ফিরলেও অধিনায়ক নাইম ইসলামকে সঙ্গে নিয়ে ফিফটি তুলে নেন মজিদ। এরপর অধিনায়ক নাইম ৩৬ রান করে বিদায় নিলেও মজিদের অপরাজিত ৯৪ রানের উপর ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় রুপগঞ্জ।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
সালাউদ্দিন পাপ্পু, আব্দুল মজিদ, আসিফ হাসান, নাইম ইসলাম (অধিনায়ক), তুষার ইমরান, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন মিলন, মোশাররফ হোসেন, সৈয়দ রাসেল, পারভেজ রসূল।
ব্রাদার্স ইউনিয়ন-
মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, মাইশুকুর রহমান, দেবব্রত দাস, অলোক কাপালি (অধিনায়ক), ইয়াসির আলি, সোহরাওয়ার্দি শুভ, ইফতেখার সাজ্জাদ, রনি হোসেন, শাখাওয়াত হোসেন, খালেদ আহমেদ।