বোলারদের কাঁধে হারের দায় চাপালেন মাহমুদুল্লাহ

ছবি:

মুশফিকুর রহীম আবার ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স করেছেন তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। যদিও প্রতিদিনই রেকর্ড গড়ে দলকে জেতানোর সুযোগ থাকে না।
টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশ দল হেরেছে ১৭ রানের ব্যবধানে। কলম্বোতে এই ম্যাচেও মুশফিক টানা দ্বিতীয় ফিফটি করে অপরাজিত থাকেন আগের ম্যাচের মতো।
তার ক্যারিয়ার সেরা ঠিক ৭২ রানের পরও বাংলাদেশ দল হেরেছে। এই হারের পেছনে ৪৬টি ডট বলেরও তো বড় ভূমিকা রয়েছে। তবে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদুল্লাহ ম্যাচ হারার দায় চাপিয়েছেন বোলারদের কাঁধে।

মাহমুদুল্লাহ জানিয়েছেন, "আমাদের প্রচেষ্টা ছিল কিন্তু আমরা চাইছিলাম কেউ ব্যাট হাতে অবদান রাখুক। আমরা একটি উড়ন্ত সূচনা চেয়েছিলাম। কিন্তু তাড়াতাড়ি উইকেট পতনের ফলে আমরা মোমেন্টামটা ধরে রাখতে পারিনি। আমরা যদি ১০ টি রান কম দিতে পারতাম তাহলেও আমরা জয়ী হতাম।"
বোলিংয়ের সময় নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় আফসোস করেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের বিপক্ষে হারা ম্যাচের স্মৃতি ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ দল।
এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, "বোলিংয়ের সময় আমাদের পরিকল্পনা ছিল ইয়র্কার করার কিন্তু এটা আমরা সঠিক ভাবে প্রয়োগ করতে পারিনি। আমরা এখন শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে। আমরা চেষ্টা করবো তাদের বিপক্ষে শক্ত ভাবে ফিরে আসার।"