promotional_ad

ভেস্তে যেতে পারে আজকের ম্যাচ!

promotional_ad

নিদাহাস ত্রিদেশীয় টি টোয়েন্টি ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামার কথা রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা এবং সফরকারি বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হয়েছিলো টাইগাররা।


সুতরাং আজ সিরিজে ফেরার লক্ষ্য নিয়েই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তবে ইতিমধ্যে এই ম্যাচটি নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। কেননা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বিকেলে বজ্রসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলম্বোতে।


promotional_ad

সেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে ম্যাচ মাঠে গড়ানোর আগে পর্যন্ত। সেক্ষেত্রে মাঠ ভেজা থাকলে ম্যাচটি বাতিল হওয়ারও সম্ভাবনা রয়েছে। তেমনটি হলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে। কেননা সিরিজের কোনো ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়নি।  


এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজের শুভ সূচনা করেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামবে তারা। 


শ্রীলঙ্কা স্কোয়াড- দীনেশ চান্দিমাল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সুরঙ্গা লাকমল, আমিলা আপনসো, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নুয়াদ প্রদীপ, দানুস্কা গুনাথিলাকা, কুশম মেন্ডিস, জীবন মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, দাশুন শানাকা, উপল থারাঙ্গা, ইসুরু উদানা। 




বাংলাদেশ স্কোয়াড-  মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, সাব্বির রহমান, তামিম ইকবাল, সৌম্য সরকার, তাসকিন আহমেদ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball