টি-টুয়েন্টিতে কতটুকু সফল তামিম?

ছবি:

ওয়ানডেতে জাতীয় দলের আস্থার প্রতীক তামিম ইকবাল। কোনো প্রকার সন্দেহ নেই তাতে। টেস্টেও ভালো শুরুর জন্য দল চেয়ে থাকে তার দিকে। তবে সমস্যা হচ্ছে সংক্ষিপ্ত ভার্সনের খেলায়।
২০০৭ সালে টি-টুয়েন্টিতে অভিষিক্ত তামিম এখন পর্যন্ত খেলা ৬১ ইনিংসে রান করেছেন ২৩.২৩ গড়ে ১০৩১। সাথে স্ট্রাইক রেট ১১৫.৪৪। যা কখনোই আদর্শ মানের টি-টুয়েন্টি ব্যাটসম্যানের পরিসংখ্যান হতে পারে না।
তামিমের অবশ্য ফিফটি আছে চারটি। আর সেঞ্চুরি আছে একটি। এদিক দিয়ে তিনি হয়তো তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানো বিরল ক্রিকেটারদের তালিকায় আছেন, কিন্তু তাতে কি!

২০১৬ সালে ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পরে একটি ম্যাচেও ৪০ ছুঁতে পারেনি তার ইনিংস! অথচ এরই মাঝে তিনি খেলে ফেলেছেন ১২ টি ইনিংস! তাই স্বভাবতই প্রশ্ন উঠতে তামিমের সংক্ষিপ্ত ভারসনের সামর্থ্য নিয়ে।
তবে বিপিএল পারফর্মেন্সে যথেষ্ট সফল তামিম। গত দুই বছরে পিএসএল, এমনকি টি-টেন ক্রিকেটেও ৩০ ঊর্ধ্ব রান করতে দেখা গিয়েছে তাকে। কিন্তু জাতীয় দলের টি-টুয়েন্টি ম্যাচ পারফর্মেন্সে কেমন যেন ক্ষরা দেখা দিয়েছে তার।
কিন্তু এই তামিমই ক্যারিয়ারের বেশ কিছু ম্যাচে ৮৬, ৮৮ বা ১০৩ রানের মতো ইনিংস খেলে এবং কিছু ভালো স্ট্রাইক রেটের ইনিংস দিয়ে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বারবার। তবে তেঁতো সত্য হচ্ছে ২০১৬ সালের পর থেকে এই ফরম্যাটে নিশ্চুপ তামিমের ব্যাট!