অলরাউন্ডার হতে চান তাসকিন

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন বড় রান করতে। মিডল অর্ডার ব্যাটসম্যনরাও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে লড়াইয়ের পুঁজি গড়ে দিতে পারেননি।
সাম্প্রতিক বেশ কয়েকটি সিরিজের লক্ষ্য করা গেছে টাইগারদের লোয়ার অর্ডার যেন তাসের ঘর। নিদাহাসট্রফিতেও এর ব্যতিক্রম হয়নি। ভারতের বিপক্ষে ১০৭ রানে পঞ্চম উইকেট হারানোর পর ২৮ রানের মধ্যে লোয়ার মিডল অর্ডারের ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।
এমন বাজে ব্যাটিং ভাবাচ্ছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্টকেও। তবে, টাইগার পেসার তাসকিন আহমেদ আশার বানী শুনিয়েছেন। তিনি মনে করেন ভবিষ্যতে বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটিংয়ের আরও উন্নতি হবে। ব্যাটিং নিয়ে নিয়মিত কাজ করলেও, তা খুব বেশি সহজ কাজ না বলে জানিয়েছেন এই টাইগার পেসার।

এই প্রসঙ্গে তাসকিন বলেন, "এখনও অনুশীলন করছি আমরা। আগের তুলনায় এখন আমাদের অনেক ব্যাটিং করানো হয়। শেষের দিকে যেয়ে একটু স্লগ করতে হয়।এটা নিয়ে আমরা অনুশীলন করছি।"
তাসকিন আরও বলেছেন, "তবুও কাজটা এতো সহজ না যতোটা মনে হয়। আমি মনে করি ভবিষ্যতে আমাদের ব্যাটিংয়ের আরও উন্নতি হবে। ভালো শুরু করতে পারলে শেষটাও ভালো হবে আশাকরি।"
লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের উন্নতির জন্য নিজে থেকে বাড়তি অনুশীলনের প্রয়োজন আছে বলেও ধারণা তাসকিনের। এই জায়গায় উন্নতি করতে হলে ইচ্ছাশক্তির দরকার বলেও মত এই পেসারের।
এই টাইগার পেসারের ভাষ্যমতে, "অনেকসময় নিজেদেরও ইচ্ছে শক্তি থাকা দরকার। আমাদের অনুশীলন করানো হয়, ব্যাটিংয়ের সুযোগ দেয়া হয়। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের উন্নতি করতে হলে নিজেথেকেও বাড়তি অনুশীলন প্রয়োজন।"
ভবিষ্যতে নিজেকে একজন বোলিং অলরাউন্ডার হিসেবে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তাসকিন, "ব্যাটসম্যানদের কাজ ভালো ব্যাটিং করা বোলারদের কাজ ভালো বোলিং করা। যদি বিশ্ব ক্রিকেটে এখন চিন্তা কয়া যায় প্রত্যেক দেশের বোলাররাও ভালো ব্যাটিং করে। আমারও ইচ্ছা ভবিষ্যতে আমিও একজন বোলিং অলরাউন্ডার হব। "