'আমরা ভালো খেলব, যেদিন আমরা ভালো খেলব'

ছবি:

বেশ কিছু দিন ধরেই ব্যাটে-বলে হচ্ছেনা বাংলাদেশ দলের। কখনো ব্যাট হাতে টাইগাররা ভালো করলেও বল হাতে ছন্দ পাচ্ছেন না বোলাররা। আবার কখনো বোলাররা দুর্দান্ত পারফর্ম করলে হারতে হচ্ছে ব্যাটিং ব্যর্থতায়।
নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচেও ব্যাটসম্যানরা ডুবিয়েছেন বাংলাদেশ দলকে। তবে বোলাররা দুর্দান্ত পারফরমেন্স না করলেও নিজেদের সাধ্যমতো চেষ্টা করেছেন। তবে লড়াইয়ের পুঁজি না থাকায় শেষ রক্ষা হয়নি বাংলাদেশের।
চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজে হারের পর। ত্রিদেশীয় টি২০ সিরিজের প্রথম ম্যাচেও হারলো বাংলাদেশ দল। টানা ব্যর্থতায় অসহায় ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহও। তিনি জানিয়েছের, এখন ইতিবাচক মনোভাব নিয়ে এগুনো ছাড়া কোনো পথ নেই।

“আমরা ভালো খেলব, যেদিন আমরা ভালো খেলব। এটা হলো প্রথম কথা। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে … আজকে যেমন টপ অর্ডার ভালো শুরু করেছিল। কিন্তু তার পর ভালো হয়নি। আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে হবে। তাছাড়া অন্য কোনো পথ দেখি না।”
ভালো খেলা ছাড়া আর কোনো পথ খোলা নেই বলে মনে করেন মাহমুদুল্লাহ। যেদিন ব্যাটিং-বোলিং দুটিই ভালো হবে সেদিনই বাংলাদেশ দল ভালো করবে বলে বিশ্বাস এই ভারপ্রাপ্ত অধিনায়কের।
“একমাত্র পথই হলো আমাদের ভালো খেলতে হবে। কারণ ভালো খেলার বিকল্প কিছু নেই। আমরা ব্যাটসম্যানরা কয়েকটি ম্যাচে ভালো করেছি, বোলাররা তখন ভালো করেনি। আজকে বোলাররা ভালো করেছে। ব্যাটসম্যানরা পারেনি। যেদিন আমাদের দুটিই ভালো হবে, সেদিন দলও ভালো করবে।”