অধিনায়কের কাঠগড়ায় ব্যাটসম্যানরা

ছবি:

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৩৯ রান সংগ্রহ করেও ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মাহমুদুল্লাহ জানিয়েছেন, এমন উইকেটে ১৭০-১৮০ করা যেতো। উইকেট নিয়ে কোনো অভিযোগ করেননি তিনি। ব্যাটসম্যানরাই তাদের সুযোগ কাজে লাগাতে পারেননি বলে মনে করেন তিনি।

“আমার মনে হয়, ১৭০-১৮০ রানের উইকেট ছিল। আমরা নিজেরাই ভালো করতে পারিনি। উইকেট নিয়ে কোনো অভিযাগ নেই। আমরা ব্যাটসম্যনরাই কাজে লাগাতে পারিনি।”
ম্যাচ হারার পর দলের ব্যাটসম্যানীনা কাঠগড়ায় দাঁঁড় করিয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। তবে বোলারদের দুর্দান্ত পারফরমেন্সকে ইতিবাচক বলে মনে করেন তিনি।
“এই ম্যাচে দায় দেব ব্যাটসম্যানদেরই। কারণ, এত ভালো উইকেটে ভালো একটি পুঁজি বোলারদের দিতে পারিনি। বোলাররা অনেক চেষ্টা করেছে। রুবেল, তাসকিন, মুস্তাফিজ ভালো করেছে। এটা ইতিবাচক দিক। এখন ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে ভালো করতে হবে।”