promotional_ad

'সমস্যার নাম ডট বল'

promotional_ad

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। এই ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের অন্যতম মূল সমস্যা ছিল ডট বল।


ভারতের বিপক্ষে ১২০ বলের মধ্যে ৫৫টি ডট বল খেলেছে বাংলাদেশ। ফলে লড়াইয়ের পুঁজি পায়নি বাংলাদেশ দল। ডট বল খেলে রান না বাড়িয়ে উইকেট দিয়ে আসাই বাংলাদেশ দলকে পিছিয়ে দিয়েছে বলে মনে করেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।


তিনি জানিয়েছেন, “টি-টোয়েন্টিতে মাঝের ওভারগুলোতে আমরা ধুঁকছি। অনেক বেশি ডট বল খেলছি, তার পরও উইকেট বিলিয়ে আসছি। আজকেও আমরা ভালোই শুরু করেছিলাম, কিন্তু পরে নিয়মিত উইকেট হারিয়েছি।”



promotional_ad

টি২০ ক্রিকেটে মাঝের ওভারগুলতেই বাংলাদেশ দল পিছিয়ে আছে বলে মনে করেন তিনি, “টি-টোয়েন্টিতে মাঝের ওভারগুলোতে একটু পিছিয়ে আছি আমরা। বরাবরই এখানে খেই হারিয়ে ফেলি। সিঙ্গেল নিতে পারছি না, ডাবলসও না। পাশাপাশি বাউন্ডারিও হচ্ছিল না আজ। একই সঙ্গে উইকেটও দিয়ে এসেছি।”


এতো ডট বল খেললে এগিয়ে যাওয়াই কঠিন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই জায়গাতেই বাংলাদেশ দলকে উন্নতি করতে হবে বলে মনে করেন তিনি। তাছাড়া, শুধু বাউন্ডারির উপর নির্ভর না করে সিঙ্গেল নেয়ার জন্য সতীর্থ্যদের পরামর্শ দিয়েছেন মাহমুদুল্লাহ।


এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয়, হ্যাঁ (সংশয় ছিল)। ডট বলগুলোতে সেটিরই প্রমাণ মিলেছে। আমি নিজেই যেমন মনে হয় ৭টি ডট বল খেলেছি। তার পর আউট হয়ে গেছি। ডট বলস…উই নিড টু টেক কেয়ার অফ ইট। এই জায়গাটায় আমাদের কাজ করতেই হবে। এত ডট বল খেলে এগিয়ে যাওয়া কঠিন। শুধু বাউন্ডারির ওপর নির্ভর করে চলবে না। সিঙ্গেলের পাশাপাশি বাউন্ডারি হলে ব্যাটসম্যানরা চাপে থাকে না।”



টাইগারদের স্কিলের চেয়ে মানসিকতার সমস্যাই বেশি বেশি ডট বল খেলার মূল কারণ বলে ধারণা মাহমুদুল্লাহর। এই জিনিসগুলো দায়িত্ব নিয়ে কাটিয়ে উঠতে পারলেই সব ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস এই ভারপ্রাপ্ত অধিনায়কের।


“মানসিকভবে প্রস্তুত হতে হবে। সবাইকে ভাবতে হবে কোথায় ভুল করেছি। আমি যেমন আজকে অনেক ডট বল খেলেছি। এই ছোট জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু সেন্সিবল হই, তাহলেই হবে। সবাই বসে যদি ঠিক করতে পারি, তাহলে ভালো কিছু হবে।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball