promotional_ad

ভারতের পাতা ফাঁদেই পা দিয়েছে বাংলাদেশ

promotional_ad

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে নিদাহাস ট্রফি শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে তারা বাংলাদেশ দলকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে। ব্যাটে-বলে দুই জায়গাতেই দাপট দেখিয়েছে ভারতীয়রা।


আগে বল করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস ১৩৯ রানে থামিয়ে দিয়েছেন ভারতীয় বোলাররা। পরে ব্যাট হাতেও সাবলীল ছিলেন ব্যাটসম্যনরা। ফলে সহজ জয় পেয়েছে ভারত।


ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা মনে করেন এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মতো খেলতে পেরেছে তার দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে করা ভুলগুলো কাটিয়ে ওঠাতেও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত শর্মা বলেছেন, "আমি মনে করি এটা দুর্দান্ত পারফরমেন্স ছিল, যা আমাদের কাছে প্রত্যাশিত ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সব ঠিক ছিল। এটা ক্লিনিক্যাল এবং সম্পূর্ণ দলগত প্রচেষ্টা।  আমরা আসলে চিন্তা ভাবনা করছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে কি কি ভুল করেছি এবং আমরা মনে করি এটার কোনো বিকল্প ছিল না।"



promotional_ad

এদিকে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারই উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে আউট হয়েছেন। জয়দেব উনাদকাটকে ছক্কা হাঁকিয়ে সেই ওভারে উইকেট বিলিয়ে দিয়েছেন সৌম্য সরকার। শর্ট ফাইন লেগে সৌম্যর নিচু ক্যাচ মুঠোয় নেন যুজবেন্দ্র চেহেল।


তারপর, শার্দুল ঠাকুরকে পরপর দুই বলে চার হাঁকিয়ে ফিরে যান তামিম ইকবাল। আরেক বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের মতো তিনিও ধরা পড়েন শর্ট ফাইন লেগে।


এদিকে, অফ স্টাম্পের বাইরের বলে সরে গিয়ে চড়াও হতে চেয়েছিলেন মুশফিক। ঠিকমতো খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে সহজ ক্যাচ যায় উইকেটরক্ষক দিনেশ কার্তিকের কাছে। একই ভুল করেছেন মাহমুদুল্লাহও।


বিজয় শঙ্করের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে কাট করে সুইপার কাভারে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। খুঁজে পান অফ সাইডে সীমানায় থাকা একমাত্র ফিল্ডার শার্দুল ঠাকুরকে।



ম্যাচ শেষে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন তাদের পরিকল্পনাই ছিল বাংলাদেশ দলকে বড় শট খেলতে দেয়া। সেই ফাঁদেই পা দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।


তাছাড়া, দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন রোহিত। বোলাররা পরিকল্পনা বাস্তবায়ন করায় বেশ আনন্দিত তিনি। তবে, ফিল্ডিং ও ক্যাচিংয়ে দলের উন্নতির সুযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 


এই প্রসঙ্গে রোহিত বলেন, 'আমরা চাইছিলাম তাদের ব্যাটিসম্যানরা যেন বড় শট খেলে। বোলাররা খুব ভালো ভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এটি আমরা সাধারণ ভাবেই নিচ্ছি। এটাই প্রথম ম্যাচে অনুপস্থিত ছিল। ক্যাচিংয়ে এখনও উন্নতির জায়গা আছে। ফিল্ডিংয়ে আরও ভালো একটি অংশ হতে চাই আমরা। আমরা এটাতে ওই তুলনায় অনেক ভালো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball