promotional_ad

মাহমুদুল্লাহর ৩০ রানের আক্ষেপ

promotional_ad

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে লড়াইয়ের পুঁজি পায়নি টাইগাররা।


নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৩৯ রানে। বাংলাদেশ দলের হয়ে লিটন দাস ৩৪ ও সাব্বির ৩০ রান করেছেন। এই সহজ লক্ষ্য ভারত ৮ বল হাতে রেখেই পেরিয়ে গেছে।


অবশ্য এই ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন রুবেল-তাসকিন-মুস্তাফিজরা। রুবেল ২ উইকেট তুলে নিলেও তাসকিন ও মুস্তাফিজুর ১ টি করে উইকেট দখল করেছেন।



promotional_ad

ম্যাচ শেষে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন। তবে, টাইগাররা ব্যাট হাতে ৩০ রান কম করাতে আক্ষেপ করেছেন তিনি।


এই ম্যাচে ১২০ বলের মধ্যে ৫৮ টি ডট বল খেলেছে বাংলাদেশ দল। এই ডটবল চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কেও। তাই এমন উইকেটে রান বের করার উপায় খুঁজবেন বলেও জানিয়েছেন মাহমুদুল্লাহ।


মাহমুদুল্লাহ বলেছেন, "আমরা ভালো ব্যাট করিনি। আমাদের আরও ৩০ রান করা উচিত ছিল। আমাদের এখন খুঁজে বের করতে হবে এই ধরণের উইকেটে কিভাবে রান বের করা যায়। বোলাররা তাদের কাজটা ঠিক ভাবে করেছে।"



মাহমুদুল্লাহ মনে করেন একটি জয়ই বাংলাদেশ দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। এদিকে আগামী ম্যাচে স্ট্রাইক রোটেড করে খেলার সাথে মিডল ওভারে বাউন্ডারি বের করার পরামর্শ দিয়েছেন দলকে।


এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, "আমাদের আরও স্ট্রাইক রোটেড করে খেলতে হবে। ফাঁক খুঁজে বের করতে হবে এবং বাউন্ডারি বের করতে হবে মিডল ওভারে। একটি জয়ই আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। আশা করছি আমরা এটা পাবো।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball