promotional_ad

এবার হংকংয়ের কাছে হারল আফগানরা

promotional_ad

বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে বৃষ্টি আইনে ৩০ রানে হেরেছে আফগানিস্তান। আগের দুই ম্যাচ হেরে ২০১৯ বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ শঙ্কায় ফেলে দিয়েছিল আফগানরা।


তৃতীয় ম্যাচে হেরে সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে তারা। এখন তৃতীয় দল হিসেবে বাছাইপর্বের পরের রাউন্ডে যাওয়াই কঠিন তাদের জন্য। শেষ ম্যাচে জয়তো অবশ্যই দরকার। তার সাথে গ্রুপের অন্য দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।


আফগানরা নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের কাছেও হেরেছে বাজেভাবে। এবার ডাকওয়ার্থ-লুইস বৃষ্ট??? আইনে হার হংকংয়ের সাথে।


আজকের ম্যাচে বুলাওয়েতে আগে ব্যাট করে হংকং ৮ উইকেটে ২৪১ রান সংগ্রহ করে। অংশুমান রাঠের ৬৫রানের সাথে অধিনায়ক বাবর হায়াতের ৩১ এবং নিজাখাত খানের ২৮, ১০ নম্বর ব্যাট করা তানবির আফজালের ২২ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় আফগানরা।



promotional_ad

এদিকে আফগানিস্তানের অধিনায়কত্ব পেয়ে বোলিংয়ে উইকেট শিকার করা প্রায় ভুলে বসেছেন লেগ স্পিনার রশিদ খান। এদিন ১০ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটের দেখা পাননি।


টিনএজার মুজিবুর রহমান ও অভিজ্ঞ মোহাম্মদ নবী ৩টি করে উইকেট নিয়েছেন।  তারপরও, হংকংয়ের ব্যাটিং লাইন আপে তারা ভীতি ছড়াতে পারেননি।


মাঝারি লক্ষ্যের জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তারা ৭৩ রানে চতুর্থ উইকেট হারায়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪৬ ওভারে ৯ উইকেটে ১৯৫ রান তোলে আফগানিস্তান।


আফগানদের হয়ে ৯ নম্বর ব্যাটসম্যান দৌলত জাদরান ইনিংস সর্বোচ্চ ৪০ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ নবী ৩৮ ও নজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে এসেছে ৩২ রান।



ফলে, বৃষ্টি আইনে হংকংয়ের মতো দলের কাছে ৩০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফগানিস্তানকে। ফলে ঝুলে গেছে আফগানদের বিশ্বকাপ খেলার স্বপ্ন।


আফগানিস্তানের গ্রুপ সঙ্গী জিম্বাবুয়ে আজ স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে পা রেখেছে। এর আগে প্রথম তিন ম্যাচে জিতে আগেই সুপার সিক্স নিশ্চিত করেছে স্কটল্যান্ড। তবে তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে যেতে এখনও লড়াইয়ে আছে হংকং, আফগানিস্তান ও নেপাল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball