ওয়েস্ট ইন্ডিজের দাপুটে জয়

ছবি:

বিশ্বকাপ বাছাই পর্বে পাপুয়া নিউগিনিকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ৪২.৪ ওভারে মাত্র ২০০ রানে গুটিয়ে যায় নিউগিনির ইনিংস।
ছোটো লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাপুয়ে নিউগিনি।
তারপর অধিনায়ক আসাদ ভালার ৫৭, ওপেনার টনি উরার ৩৭, মাহুরু দাইয়ের ৩৫ ও নরমান ভানুয়ার ৩৫ রানে ভর করে লড়াইয়ের পুঁজি পায় পাপুয়া নিউগিনি। এছাড়া দলের আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

ফলে তারা অল আউট হয়েছে মাত্র ২০০ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার এভিন লুইসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ রানের ব্যবধানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ার হেটমেয়ারকেও হারায় তারা।
তারপর উইকেটরক্ষক ব্যাটসম্যান সাই হোপ ও মারলন স্যামুয়েলসের ব্যাটে বিপর্যয় সামাল দেয় ক্যারিবিয়ানরা। ২৪ রান করে আউট হয়েছেন স্যামুয়েলস।
জেসন মোহাম্মদ কোনো রান না করে ফিরে গেলেও ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছেড়েছেন হোপ ও জেসন হোল্ডার। অবশ্য দুই জনই ১ রানে আক্ষেপে পুড়েছেন।
হোপ ৪৯ রান নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। আর হোল্ডার ৯৯ রান করে মাঠ ছেড়েছেন অপরাজিত থেকে। পাপুয়া নিউ গিনির হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ভানুয়া, অ্যালি নাও ও চার্লস আমিনি।