পিএসএল শেষ রাসেলের

ছবি:

চলমান পাকিস্তান সুপার লীগের (পিএসএল) তৃতীয় আসরে আর খেলতে পারবেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পিএসএল থেকে ছিটকে গিয়েছেন তিনি।
২০১৭ সালে ডোপ টেস্টে পজেটিভ থাকায় ১ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন রাসেল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি পিএসএল দিয়েই ফ্র্যঞ্চাইজি ক্রিকেটে ফিরেছেন তিনি।
তবে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার ঠিক দুই দিন পরেই ঘরের মাঠে ‘রিজিওনাল সুপার ফিফটি’ ওয়ানডে টুর্নামেন্টের মধ্যদিয়েই মূলত ক্রিকেটে ফিরেন এই ক্যারিবিয়ান।

চলতি পিএসএলে মিসবাহ উল হকের দল এবং প্রথম আসরের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছিলেন তিনি। নিজেদের শেষ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ইনজুরিতে পড়েন এই ডানহাতি অলরাউন্ডার।
আসরের ১২ তম ম্যাচে লাহোরের বিপক্ষে সুপার ওভারে শেষ বলে ছয় হাঁকিয়ে দলের জয় এনে দিয়েছিলনে এই অলরাউন্ডার। এদিকে রাসেল ইনজুরিতে পড়ায় দুশ্চিন্তায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির।
১১ তম আসরকে ঘিরে তাকে ধরে রেখেছিল দলটি। দলের হার্ড হিটিং ব্যাটসম্যান ক্রিস লিনের ইনজুরি নিয়ে এমনিতেই চিন্তায় ছিল দলটি।নতুন করে রাসেল ইনজুরিতে পড়ায় খুবই উদ্বিগ্ন হয়ে পরেছে বলিউড সুপারষ্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।