কন্ডিশন ভীতি নেই আফিফের
ছবি:

নিউজিল্যান্ডের কন্ডিশনকে ভয় করছেন না অনূর্ধ্ব-১৯ দলের সহ অধিনায়ক আফিফ হোসেন। তার মতে, একটু আগেই নিউজিল্যান্ডে চলে যাওয়াতে কন্ডিশন ভীতি কাটিয়ে উঠতে পেরেছেন তারা।
একাত্তর টিভিকে জানান, "আমরা খুব ভালো প্রস্তুতি নিতে পেরেছি। আমরা এখানে অনেক আগে এসেছি, তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। উইকেটের সঙ্গেও পরিচিত হয়েছি।
"উইকেট, কন্ডিশন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে আমরা ভালো করতে পারবো। যেহেতু আমরা মানিয়ে নিতে পেরেছি, অবশ্যই ভালো করার সম্ভাবনা আছে আমাদের।"

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে যুবারা। তারপরেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি এই অলরাউন্ডারের। সেকথারই যেন পুনরাবৃত্তি করলেন আবার।
"এতদিন ধরে যেহেতু আছি, কন্ডিশনের কোনো ভয় নেই আমাদের। এটা আমরা ভালোভাবেই মানিয়ে নিয়েছি। এভাবেই যদি মাঠে ভালো করতে পারি, অবশ্যই ফলাফল আসবে।"
একদম শেষে জানিয়েছেন এবারের বিশ্বকাপে নিজের লক্ষ্যের কথাও। "অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্বপ্ন হচ্ছে ম্যাচ বাই ম্যাচে ভালো খেলা। একইসাথে নিজের সর্বোচ পারফর্মেন্স করার চেষ্টা রাখা।"
ছবি কৃতজ্ঞতাঃ- সময় টিভি