promotional_ad

শেষবেলায় ইংলিশ বোলারদের ঝলক

promotional_ad

অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেষ্টে ২৬৮ রানের লিড নিয়ে তৃতীয়দিনের খেলা শেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শুরুতে ১ উইকেটে ২৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারী ইংল্যান্ড। অজি বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২২৭ রানে গুড়িয়ে যায় ইংলিশরা। 


এতেই দুই দলের প্রথম ইনিং শেষে ২১৫ রানের লিড পায় স্টিভ স্মিথের দল। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৩ রান যোগ করে অজিরা। জেমস অ্যান্ডারসন ও ক্রিস ওকসের অসাধারণ বোলিং নৈপূর্ণে ২৩.২ ওভারেই ৫০ রানে অজিদের টপ অর্ডার সাজঘরে ফিরিয়ে দেয়। 


থ্রি-লায়ন্সের এই দুই বোলারই দুটি করে উইকেট তুলেন। নৈশপ্রহরী নাথান লায়নকে নিয়ে তৃতীয়দিনের বাকী খেলার ইতি টানেন অজি ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। দুইজনই অপরাজিত আছেন ৩ রানে। 



promotional_ad

এদিকে, আগেরদিন ২৯ রানে স্টোনম্যানকে হারিয়ে তৃতীয়দিনের খেলা শুরু করে দুই ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও জেমস ভিন্স। দিনের দ্বিতীয় ওভারেই ভিন্সকে ফিরিয়ে দেয় পেসার জস হ্যাজেলউড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালে ইংলিশদের একসময় দুই শতকের আগেই গুড়িয়ে যাওয়ার সম্ভাবনা জেগে উঠে। 


তবে শেষদিকে দুই টেলেন্ডারের দৃঢ়তায় ইংলিশরা ২০০ অতিক্রম করতে সমর্থ হয়। অষ্টম উইকেট জুটিতে ক্রিস ওকস ও ক্রেইগ ওভারটন মিলে ৬৬ রানের জুটি গড়ে দলকে সাময়িক বিপদের হাত থেকে রক্ষা করে। এছাড়া ইংলিশ ব্যাটসম্যানরা আর কোন অর্ধশতকের জুটি গড়তে পারেনি।


ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংসটি খেলেন ক্রেইগ ওভারটন। অজিদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অফ স্পিনার নাথান লায়ন। বাঁহাতি পেসার মিচেল স্টার্ক নেন তিন উইকেট। এছাড়া অন্য দুই পেসার জস হ্যাজেলউড ২ উইকেট এবং প্যাট কামিন্স একটি উইকেট শিকার করেন। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball