promotional_ad

হোল্ডারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি: মিরাজ

চিটাগংয়ের বিপক্ষে ম্যাচের সময় মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
চিটাগং কিংসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেল খুলনা টাইগার্সের। আগে ব্যাট করে ১৬৩ রান তুলে নিয়েছিল খুলনা। জবাবে খেলতে নেমে দুই পাকিস্তানি ব্যাটার খাজা নাফে ও হোসেন তালাতের ব্যাটে বড় জয়ের স্বপ্ন দেখছিল চিটাগং। যদিও কয়েক ওভারের মধ্যে দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। ২ উইকেটে ১০৫ রান থেকে ১৩০ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে আরও ৫ উইকেট।

promotional_ad

এর ফলে চিটাগংয়ের জয় নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। অন্যদিকে হাসান মাহমুদ-মুশফিক হাসানরা চেপে ধরেছিলেন চিটাগংকে। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি থেকেই চিটাগংকে জিতিয়ে মাঠ ছাড়েন আলিস আল ইসলাম ও আরাফাত সানি। ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন খুলনার ম্যাচ শেষ হয়ে গেছে ১৮তম ওভারেই। জেসন হোল্ডারের সেই ওভারে চতুর্থ বলে লং অফ দিয়ে ছক্কা মেরেছিলেন আলিস।


আরো পড়ুন

মিরাজের কাছে প্রতি ম্যাচই নক আউট, রসের কাছে ফাইনাল

৩০ জানুয়ারি ২৫
অ্যালেক্স রস (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ক্রিকফ্রেঞ্জি

পরের বলে কাট করে কিপারের মাথার ওপর দিয়ে চার। তাতেই ম্যাচ হাতের মুঠোয় চলে আসে চিটাগংয়ের। তবে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ বলে গিয়ে জয় পায় তারা। ম্যাচ হারের পর হোল্ডারকেই দায়ী করেছেন মিরাজ। এমন অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করেননি বলেও জানিয়েছেন খুলনার অধিনায়ক।


তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের পরাজয়ের আসল কারণ ছিল হোল্ডারের তৃতীয় ওভার (ইনিংসের ১৮তম)। ওই ওভারে যে ১৩ রান এল, সেটাই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচ। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি।’



promotional_ad

জিততে হলে শেষ ওভারে ১৫ রান দরকার ছিল চিটাগংয়ের। প্রথম বলেই চার মেরে সেই আশা বাঁচিয়ে রাখেন সানি। এরপর দুই ও পরের পরে সিঙ্গেলে সেই আশা আরও জোরালো হয়। চতুর্থ বলে মুশফিককে শর্ট ফাইন লেগ দিয়ে চার মেরে চিটাগংয়ের সমীকরণ সহজ করেন শরিফুল ইসলাম। পরের বলেই শরিফুল ফিরে গেলে জয় নিয়ে শঙ্কা জাগে চিটাগংয়ের।


এরপর আবারও ব্যাটিংয়ে ফেরেন চোট পেয়ে মাঠ ছাড়া আলিস। তিনি শেষ বলে এক্সট্রা কাভার দিয়ে চার মেরে দলের জয় নিশ্চিত করেন। এমন খরুচে ওভারের পরও মুশফিকের দোষ দেখছেন না মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটে অনেকবারই তীরে এসে তরী ডুবতে দেখেছেন মিরাজ। এই ম্যাচেও এমনই ঘটনার সাক্ষী হলেন মিরাজ।


তিনি বলেছেন, ‘শেষ ওভারে মুশফিক হাসানের ১৫ রান খাওয়ার ফলে আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়, ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে (১৮তম ওভারে) ওই ১৩ রান দেওয়াতেই।’ মিরাজ আরও যোগ করেন, ‘আমার মনে হচ্ছিল, যেকোনো সময় কিছু একটা অঘটন ঘটবে। সেই ভয়ই আমার মনকে পুরোপুরি গ্রাস করেছিল।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball