অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ
ছবি: মেহেদী হাসান মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পর র্যাঙ্কিংয়ে বড় কোনো উন্নতি হয়নি তার। তবে চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে হেরেছে ভারত। এই ম্যাচে পারফর্ম করতে পারেননি রবিচন্দ্রন অশ্বিন।
আর তাতেই ভারতীয় এই অলরাউন্ডার নেমে গেছেন তিন নম্বরে। ফলে এক ধাপ উপরে উঠেছেন মিরাজ। ২৮৪ রেটিং নিয়ে দুইয়ে মিরাজ আর অশ্বিন ২৮৩ রেটিং নিয়ে তিনে। আগামী জুন-জুলাইয়ের আগে বাংলাদেশের আর কোনো টেস্ট নেই।
সেই সময় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর বোর্ডার গাভাস্কার সিরিজে ভারতের এখনও বাকি তিনটি টেস্ট। ফলে চলতি সিরিজ দিয়েই মিরাজকে পেছনে ফেলার সুযোগ আছে অশ্বিনের।
এদিকে টেস্টের অলরাউন্ডারদের তালিকায় ৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। ২৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছেন সাকিব আল হাসান। পাঁচ নম্বরে থাকা মার্কো জানসেনের রেটিং পয়েন্ট ২৬০।