promotional_ad

সাকিব আসতে পারছে না, এতে বোর্ড সম্পৃক্ত নয়: ফারুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
দেশে ফিরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে চান সাকিব আল হাসান। দেশীয় গণমাধ্যমগুলোর জোর গুঞ্জন, এজন্য নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। এসব নিয়ে অবশ্য বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে সাকিব দেশের হয়ে অথবা দেশের মাটিতে খেলুক, এমনটা বরাবরের মতোই চান সভাপতি ফারুক আহমেদ।

promotional_ad

জুলাই বিপ্লবের পর দেশে আসা এক প্রকার অসম্ভব হয়ে উঠেছে সাকিবের জন্য। জাতীয় দলের হয়ে খেললেও হয়ত খেলতে হবে শুধু ঘরের বাইরের সিরিজগুলোতে। যদিও সেই কাজটি সহজ নয় বলে জানান ফারুক।


ফারুক বলেন, 'ও তো এখনও তালিকায় আছে। আশা করি ও যেভাবে চাচ্ছে বা এটার সমাধান হলে সাকিব এখনও জাতীয় দলে খেলার সামর্থ্য রাখে।'



'এভাবে একজন খেলোয়াড় শুধু বাইরের টুর্নামেন্ট খেলবে, তাকে মানসিকভাবে খুব শক্ত হতে হবে। ফ্র্যাঞ্চাইজি লিগ আর জাতীয় দল এক কথা না। দলের সাথে একটা প্রস্তুতিরও দরকার আছে। সেটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় ও খেলার মতো অবস্থায় খুব একটা নেই। এ বিষয়টা আমরা ওর ওপর ছেড়ে দিয়েছি যে ও কী চিন্তা করছে।'


promotional_ad

বিগত সরকারের বিদায়ের পর থেকে শেয়ার বাজার কেলেঙ্কারি, খুনের মামলাসহ বেশ কয়েকটি মামলা চলমান সাকিবের বিরুদ্ধে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে অনেক কিছুই এখন সরকারি নজরদারিতে।


এসব উপেক্ষা করেও তাকে দলে টেনেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল চিটাগাং কিংস। বিপিএল চলাকালে সাকিব দেশে ফিরে খেলতে পারবেন কিনা সেটার উত্তরও দিয়েছেন ফারুক।


তিনি বলেন, 'এটা নিয়ে আসলে আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আমাকে যদি বারবার প্রশ্ন করেন… আমি বিব্রত না, আমি চাই ও খেলুক। কিন্তু ব্যাপারটা পুরোপুরি… ও যে কারণে আসতে পারছে না, এতে বোর্ড কোনোভাবে সম্পৃক্ত নয়। এটার উত্তর দেওয়াও সহজ না আমার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত- ওদের এই ব্যাপারটা ম্যানশন করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball