promotional_ad

পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন কোয়েতজি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
প্রথম টেস্ট চলাকালীন ছিটকে গিয়েছিলেন উইয়ান মুল্ডার। সাউথ আফ্রিকার পেস শক্তি কমিয়ে এবার ছিটকে গেলেন জেরাল্ড কোয়েতজে। শ্রীলঙ্কার পাশাপাশি ঘরের মাঠে পাকিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন প্রোটিয়াদের পেস বোলিং এই অলরাউন্ডার।

promotional_ad

ডারবান টেস্টের চতুর্থ দিন সকালে কাগিসো রাবাদার সঙ্গে অন্যপ্রান্তে বল হাতে নিয়েছিলেন কোয়েতজি। যদিও ৩ ওভারের বেশি বোলিং করতে পারেননি তিনি। দ্বিতীয় স্পেলে এসে আরও দুই ওভার বোলিং করেন প্রোটিয়া এই পেসার। দিনের প্রথম সেশনে আর বল হাতে নিতে পারেননি ডানহাতি এই পেসার। তবে লাঞ্চের পর আবারও বোলিংয়ে আনা হয় তাকে।


বোলিংয়ে এসেই ৮৩ রানের ইনিংস খেলা দীনেশ চান্দিমালকে ফেরান কোয়েতজি। পায়ের অস্বস্তি পরবর্তীতে কুচকির চোট হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার পর ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়, বোলিং করতে গিয়ে কুঁচকির চোটে পড়েছেন কোয়েতজি। ফলে আগামী ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।


promotional_ad

প্রথম টেস্টে ২৩৩ রানে জয় পাওয়া সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্টে কোয়েতজিকে পাচ্ছে না। শুধু শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টই নয় পাকিস্তান সিরিজও শেষ তার। লঙ্কান সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে সাউথ আফ্রিকা। পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।


কোয়েতজির বদলি হিসেবে স্কোয়াডে ডেকে নেয়া হয়েছে কিউনা মাফাকাকে। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তরুণ এই পেসারের। এদিকে কোয়েতজির আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন মুল্ডার। লাহিরু কুমারার বলে আঙুলে চোট পেয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: [email protected]
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball